উত্তরায় স্বামী-স্ত্রীর উপর হামলা, ধোলাই দিয়ে হামলাকারীদের পুলিশে দিল জনতা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫০ AM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৯ AM

রাজধানীর উত্তরায় ৭ নং সেক্টরে স্বামী-স্ত্রীর উপর দেশীয় অস্ত্রসহ হামলা চালায় ২ যুবক। এ সময় উপস্থিত জনতা তাঁদের আটক করে গণধোলাই দেয় এবং পুলিশে সোপর্দ করে।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে উত্তরার ৭ং সেক্টরের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি প্রাইভেট কার থেকে ২ যুবক রামদা নিয়ে পথচারী এক যুবককে এলোপাতাড়ি কোপাতে থাকে। এমন সময় এক নারী আঘাত পাওয়া যুবককে বাচাতে এগিয়ে আসলে ওই ২ যুবক সরে পড়ে।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, হামলার ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় অভিযান এখনো চলমান রয়েছে।