যুবদল নেতা হত্যার বিচার চাইলেন উপদেষ্টা আসিফ নজরুল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৭ AM
কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের যুবদল নেতা তৌহিদুল ইসলাম হত্যার বিচার চাইলেন অন্তর্বতী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) নিজ ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এ দাবি জানান।
ওই পোস্টে আইন উপদেষ্টা লিখেন, ‘তৌহিদুল ইসলাম এর খুনের বিচার করতে হবে।’
এর আগে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মরদেহ নিয়ে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
জানা গেছে, তৌহিদুল চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন। চার দিন আগে তার বাব মারা গেছেন। গতকাল তার বাবার কুলখানির অনুষ্ঠান ছিল। সে জন্য তিনি বাড়িতে আসেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর তিনটি গাড়ি ও একটি লাল রঙের গাড়ি বাড়িতে আসে। তৌহিদুল ইসলামের কাছে অস্ত্র আছে অভিযোগে তাকে ধরে নিয়ে যায়। পরদিন দুপুর সাড়ে ১২টার দিকে কোতোয়ালি মডেল থানা–পুলিশের মাধ্যমে তারা জানতে পারেন তিনি নাকি হাসপাতালে আছেন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার লাশ পাওয়া যায়। তার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।
এদিকে, কুমিল্লায় যৌথবাহিনীর পরিচয় তুলে নেওয়ার পর যুবদল নেতা তৌহিদুর রহমান মারা যাওয়ার ঘটনায় বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর বলছে, এ ঘটনায় স্থানীয় সেনা ক্যাম্পের কমান্ডারকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।