ছাত্রদের নতুন দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম?

নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম  © সংগৃহীত

ঐতিহাসিক ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় নতুন এক বাংলাদেশের। এ বাংলাদেশ গড়তে কাজ করেছেন জুলাই গণ–অভ্যুত্থানের ছাত্র-জনতা। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল নিয়ে এখন আলোচনা তুঙ্গে। চলতি মাসের মাঝামাঝিতেই আসতে পারে নতুন এ রাজনৈতিক দলের ঘোষণা। এ দলের নেতৃত্বে কে থাকবেন, দলের নাম কী হবে, তা নিয়েও চলছে আলোচনা।

খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রদের নতুন দলের জন্য শতাধিক নাম প্রস্তাব করা হয়েছে। সেখান থেকে একটি নাম চূড়ান্ত করা হবে। দলের নাম চূড়ান্ত না হলেও নেতৃত্ব ঠিক করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হচ্ছেন বলে একাধিক সূত্রে জানা গেছ। সদস্যসচিব এবং অন্যান্য শীর্ষ পদে কারা থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে জানা গেছে।

জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে যারা দায়িত্ব পালন করছেন, সাধারণ মানুষের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার কারণে নীতিনির্ধারণী নেতারা চাচ্ছেন উপদেষ্টাদের মধ্য থেকে কেউ একজন দলের হাল ধরুক। এক্ষেত্রে সংশ্লিষ্ট সবার মতামত হলো তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যেন নতুন দলের আহ্বায়ক হন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

উপদেষ্টাদের মধ্য থেকে কেউ দলে যোগ দিতে হলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে হবে। তবে নাগরিক কমিটির একটা বিশেষ সূত্র জানিয়েছে, রাজনৈতিক দলের আহ্বায়ক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিতে শুধু নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করবেন। এক্ষেত্রে আহ্বায়ক পদে নাহিদ ইসলামকে দায়িত্ব দেওয়ার জন্য আন্দোলনে নেতৃত্ব দেওয়া সব মত ও পক্ষ একমত হয়েছে। 

নাহিদ ইসলাম গণমাধ্যমকে জানান, রাজনৈতিক দলে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছাড়ার কোনো সিদ্ধান্ত এখনো নেননি। তিনি বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত যদি হয়, রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হলে, সেটা আনুষ্ঠানিকভাবে জানাবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, ২০২৪ সালের ৩ আগস্ট সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেদিন রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। শেখ হাসিনা সরকার পতনের এক দফার ঘোষক হিসেবে ছাত্র-জনতার মধ্যে ব্যাপক জনপ্রিয়তা আছে নাহিদ ইসলামের। তিনি যদি আহ্বায়ক হন, ছাত্রদের রাজনৈতিক দল জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি হবে বলে তারা আশা করছেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence