বাংলা একাডেমির সামনে প্রতিবাদ, সতর্ক অবস্থানে পুলিশ

২৬ জানুয়ারি ২০২৫, ১২:৩৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
কবি ও লেখকদের প্রতিবাদ

কবি ও লেখকদের প্রতিবাদ © সংগৃহীত

বাংলা একাডেমির সামনে বিক্ষুব্ধ কবি ও লেখকরা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। এ নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। রোববার (২৬ জানুয়ারি) সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একাডেমির সামনে অবস্থান নেন।

বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার ২০২৪-এর তালিকার নাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা-সমালোচনা হয়েছে। এ ছাড়া তালিকায় কোনো নারীর নাম না থাকা নিয়েও সমালোচনা হয়।

এ নিয়ে রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ ‘কবি-লেখক সমাজ, জুলাই বিপ্লবে রাজপথের সংগঠন’-এর ব্যানারে বিক্ষুব্ধ কবি ও লেখকরা বাংলা একাডেমি ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সেখানে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।

তাদের প্রকাশিত একটি ব্যানারে লেখা ছিল, ‘বাংলা একাডেমির আমূল সংস্কার, ফ্যাসিবাদীদের অপসারণ ও পুরস্কার কেলেঙ্কারিতে জড়িতদের শাস্তির দাবিতে ঘেরাও কর্মসূচি।’

এ বিষয়ে কবি ও সাংবাদিক আবিদ আজম ফেসবুকে নিজের আইডিতে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আমাদের ঘেরাও কর্মসূচি বাতিল করতে নানামুখী হুমকি দেয়া হচ্ছে। পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর পেলাম। এবং ফ্যাসিবাদী সন্ত্রাসীদের একটি গ্রুপ একাডেমির আশপাশে অবস্থান করছে। যেকোনো মূল্যে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি হবে ইনশাআল্লাহ। আমরা আবু সাইদ, মুগ্ধ ও আবরারের সহোদর। কারফিউ ও দেখামাত্র গুলি উপেক্ষা করে ২ আগস্ট বিক্ষুব্ধ কবি-লেখকের ব্যানারে বাংলামোটর এক দফা ঘোষণা করেছি। ভয় দেখাও কাকে? হয় ফ্যাসিবাদ পরাজিত হবে, নইলে আমরা। হয় মাতৃভূমি নইলে মৃত্যু। আমরা তো শাহাদাতের জন্য মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি।

আবিদ আজম শেষে লেখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ, খুনি হাসিনার ফ্যাসিজম নিন্দাবাদ।’

আরও পড়ুন: জবি ছাত্রীর আত্মহত্যার নেপথ্যে বুয়েট ছাত্রের সঙ্গে প্রেম! চিরকুটে লেখা— কেউ দায়ী নয়

শনিবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। সন্ধ্যায় ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

গত ২৩ জানুয়ারি বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক বিজ্ঞপ্তিতে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ ঘোষণা করা হয়।

পুরস্কার পাওয়ার তালিকায় কবি-সাহিত্যিকদের মধ্যে ছিলেন কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ বা গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান ও ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।

 সোনার দামে নতুন রেকর্ড, এবার ভরি কত?
  • ১৯ জানুয়ারি ২০২৬
১২ ফেব্রুয়ারির আগে মাদ্রাসায় ছাত্রসংসদসহ সব নির্বাচন বন্ধের…
  • ১৯ জানুয়ারি ২০২৬
চৌদ্দগ্রামে জামায়াতের ৩ নির্বাচনী অফিসে আগুন, ডা. তাহেরের ন…
  • ১৯ জানুয়ারি ২০২৬
খুলনায় এনসিপি নেতা পরিচয়ে ২০ লক্ষ টাকা দাবি, ৩ জন আটক
  • ১৯ জানুয়ারি ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ দেবে ৯ বিভাগে, আবেদন…
  • ১৯ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে র‌্যাবের ওপর গুলিবর্ষণ, এক কর্মকর্তা নিহত, গুরুত…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9