কাছ থেকে আন্দোলনকারীদের গুলি দুই পুলিশের, সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন কয়েকজন

১৯ জুলাই মোহাম্মদপুরের ভিডিও দাবি ফেসবুকে

ভিডিও থেকে নেওয়া
ভিডিও থেকে নেওয়া  © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আন্দোলনকারীদের কাছ থেকে পুলিশের দুই সদস্যের গুলি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গত ১৯ জুলাইয়ে রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি ওরিয়েন্টাল বিল্ডিংয়ের সামনে এ ঘটনা ঘটেছে বলে ভিডিওটিতে দাবি করা হয়। এ ঘটনায় রাজু নামের একজন শহীদ হয়েছেন, যার বাড়ি মাগুরায় বলে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দাবি করা হয়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া সিসিটিভির ৩৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, রাস্তার পাশে একটি ভবনের গেটে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন যুবকসহ ৫-৭ জন লোক। এ সময় রাস্তায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ঝামেলা চলেছিল। তখন রাস্তায় আন্দোলনকারীদের গুলি করতে করতে পেছনের দিকে আসেন পুলিশের দুই সদস্য। এরপর গেটের সামনে দাঁড়িয়ে থাকাদের দেখে একজন পুলিশ সঙ্গে সঙ্গে বন্দুক তাক করে রাখেন।

পরে আরেকজন পুলিশ গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকাদের একজনকে টেনে নিয়ে কয়েক রাউন্ড গুলি করেন। এ সময় বন্দুক তাক করা অপর পুলিশও কাছে এসে কয়েক রাউন্ড গুলি করেন। এতে সঙ্গে সঙ্গে কয়েকজনকে লুটিয়ে পড়তে দেখা গেছে। এরপর দুই পুলিশ রাস্তায় উঠে পেছনের দিকে চলে যেতে দেখা গেছে।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরের দিকে শাহিন সাবেত নামের একজন ফেসবুকে ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘১৯ জুলাই, ২০২৪। বাঁশবাড়ি ওরিয়েন্টাল বিল্ডিং, মোহাম্মদপুর ঢাকা। (শহীদ রাজু, মাগুরা)।’ বিকেলে ৫টার দিকে ৫ ঘণ্টায় ৭ লাখ ব্যবহারকারী ভিডিওটি দেখেছেন।

এই ভিডিও শেয়ার করে জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য মীর আরশাদুল হক লেখেন, ‘এইটা যুদ্ধের মতো অবস্থা দেখতেছি, দেখে দেখে গুলি করে মেরে ফেলল।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence