ভারতের সঙ্গে বাণিজ্যে রাজনীতি প্রবেশ করবে না: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ  © সংগৃহীত

ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতি প্রবেশ করবে না বলে জানায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এই সময় তিনি আরও জানান, আগামী রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও থাকবে স্বস্তি।

বুধবার (৪ নভেম্বর) সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে  সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

অর্থ উপদেষ্টা বলেন, 'ভারতের সঙ্গে আমাদের বাণিজ্যিক ব্যাপারে রাজনীতি আসবে না। ভারত থেকে চাল আমদানি করবো কি করবো না এগুলো মেটার না। যারা প্রতিযোগিতা মূল্যে দেবে এবং কোয়ালিটি থাকবে, সেখান থেকে নেবো। সেটা ভারত বা অন্য দেশ হতে পারে। ভারত ও মিয়ানমারের সঙ্গে কথা বলছি। ভিয়েতনামের সঙ্গেও কথা বলছি। এগুলোর ব্যাপারে রাজনীতি প্রবেশ করবে না।'

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সম্পর্কে  অর্থ উপদেষ্টা বলেন, 'জিনিসপত্রের দাম কিছুটা কমছে। আজকে আমরা চাল, মসুর ডাল আমদানির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। 

তিনি আরও বলেন, 'রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে স্বস্তি থাকবে। খেজুর এলসি হয়েছে, খেজুর চলে আসবে।'

বাজারে পাঁচ লিটার বোতলের সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, সাংবাদিকরা এমন তথ্য উল্লেখ করলে অর্থ উপদেষ্টা বলেন, 'এটা একটু প্রবলেম আছে। সয়াবিনের দাম বাইরে অনেক বেড়ে গেছে, সেটা কীভাবে কতটুকু আনা যায়, সে বিষয়ে আমরা আলাপ করেছি। এরই মধ্যে আমদানি হচ্ছে। আমরা তো সমস্ত কিছুর ডিউটি (শুল্ক) কমিয়ে দিয়েছি। অতএব একটু ধৈর্য ধরেন।'

উপদেষ্টা আরও বলেন, 'সিন্ডিকেট তো এক জায়গায় না। চাঁদাবাজির সিন্ডিকেট আছে, পরিবহনের সিন্ডিকেট আছে, রাজনৈতিক সিন্ডিকেট আছে। আমি সব সময় বলি রাজনৈতিক সমঝোতা খুব কঠিন, চাঁদাবাজির সমঝোতা খুব সহজ।'

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence