আমাদের অভ্যন্তরীণ শক্তি যেকোনো বহিঃশত্রুকে পর্যুদস্ত করবে: উপদেষ্টা মাহফুজ

উপদেষ্টা মাহফুজ আলম
উপদেষ্টা মাহফুজ আলম  © ফাইল ফটো

চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে দায়িত্বশীল আচরণের জন্য অভিবাদন জানিয়ে উপদেষ্টা মাহফুজ আমল বলেছেন, আমাদের এ অভ্যন্তরীণ শক্তি যেকোনো বহিঃশত্রুকে পর্যুদস্ত করবে। পাশাপাশি প্রাজ্ঞ আলেম ও মুসলিম নেতৃবৃন্দকেও তাদের ভূমিকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এই উপদেষ্টা। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে মাহফুজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্ট থেকে এসব তথ্য জানা যায়।

ছাত্র জনতাকে অভিবাদন জানিয়ে তিনি লেখেন, দায়িত্ব ও দরদের নজির দেখিয়ে আপনারা বাংলাদেশকে গর্বিত করেছেন। বাংলাদেশ আর কারো ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না। ইনশাআল্লাহ।

তিনি লেখেন, আমাদের ব্যক্তি ও সমষ্টির 'শক্তি' সাধনায় দরদি  ও দায়িত্ববান হয়ে রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠা মোক্ষ। আমাদের এ অভ্যন্তরীণ শক্তি যেকোনো বহিঃশত্রুকে পর্যুদস্ত করবে। আমরা আর কলনাইজএবল হবো না। 

প্রাজ্ঞ আলেম ও মুসলিম নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, আপনারা এ গণঅভ্যুত্থানের পক্ষে বাঙালি মুসলমানকে দায়িত্বশীল আচরণে অনুপ্রাণিত করেছেন। ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে আপনাদের আজ ও আগামীর প্রাজ্ঞ উদ্যোগ বাংলাদেশ রাষ্ট্রে আপনাদের ইজ্জত ও শরিকানা নিশ্চিত করবে। 

তিনি আরও লেখেন, হঠকারিতা, নেতিবাচকতা ও ভাঙ্গনের মানসিকতা থেকে বের হয়ে আমাদের সৃজনশীল ও ইতিবাচক মানসিকতায় এ রাষ্ট্রকে গড়তে হবে। এ রাষ্ট্র  পরিগঠন করলেই কেবল জুলাই শহিদানসহ শহিদ আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence