কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনী
বাংলাদেশ সেনাবাহিনী  © ফাইল ছবি

কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে ঝুট ব্যবসার স্বত্ত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকান্ডের আশ্রয় নিচ্ছে, যা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করছে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। এমন কিছু ঘটলে ফোনে জানাতে বলেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার(১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে ঝুট ব্যবসার স্বত্ত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকান্ডের আশ্রয় নিচ্ছে, যা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করছে। 

বাংলাদেশ সেনাবাহিনী শিল্পাঞ্চলে শুধুমাত্র আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উৎপাদনমুখী কর্ম পরিবেশ নিশ্চিতকল্পে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। শিল্প কারখানার ঝুট ব্যবসা বা অন্যান্য যেকোনো ব্যবসা সংক্রান্ত কোন প্রকার সুপারিশ করা সেনাবাহিনীর কার্যপরিধির অন্তর্ভুক্ত নয়।

আরো পড়ুন: গণঅভ্যুথানে আহতদের আমৃত্যু চিকিৎসায় ইউনিক কার্ড দেবে সরকার

এর পরিপ্রেক্ষিতে, কোনো ব্যক্তি বা মহল সেনাবাহিনীর কোন কর্মকর্তার নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে কোন অবৈধ ব্যবসা বা অনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিম্নলিখিত নম্বরে অভিযোগ দায়ের করতে অনুরোধ করা হলো: ০১৭৬৯০৯১০২০, ০১৭৬৯০৯৫১৯৮, ০১৭৬৯০৯৫২০৯।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence