শিক্ষার্থীদের জন্য ভিসা সহজীকরণে সরকারের উদ্যোগ

সরকারি লোগো
সরকারি লোগো  © সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের তিন মাস পূর্তি হয়েছে গত ৮ নভেম্বর। এই তিন মাসে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো কী কী কাজ করেছে, তার তথ্য প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।

গতকাল রোববার (১০ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মন্ত্রণালয় ও বিভাগ অনুযায়ী এসব কাজের অগ্রগতি তুলে ধরা হয়। সেখানে মন্ত্রণালয় ও বিভাগগুলোর কাজ আলাদা আলাদাভাবে তুলে ধরা হয়।

এর মধ্যে শিক্ষার্থীদের জন্য ভিসা সহজীকরণ বিষয়ে বলা হয়, বিভিন্ন দেশে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে যাওয়ার নিমিত্ত প্রয়োজনীয় ভিসার জন্য শিক্ষার্থীদের ভারতে গিয়ে ভিসার আবেদন করতে হয়। এ প্রেক্ষিতে ভারতকে শিক্ষার্থীদের জন্য ডাবল এন্ট্রি ভিসার প্রাপ্যতা সহজীকরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট দেশগুলোর ভিসাপ্রাপ্তির আবেদন যেন ভারত-ভিন্ন নিকটবর্তী অন্য কোনো দেশ থেকে করা যায়, সে জন্য বুলগেরিয়া, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, গ্রিস, পর্তুগালকে অনুরোধ জানানো হয়েছে।

পররাষ্ট্রে ক্যাডার ও নন-ক্যাডার নিয়োগ
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে মিশনগুলোয় পররাষ্ট্র ক্যাডারের জনবল বাড়ানোর প্রক্রিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরের সাংগঠনিক কাঠামোতে সহায়ক পদ সৃজনের প্রক্রিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশস্থ মিশনগুলোয় ক্যাডার-বহির্ভূত নন-ক্যাডার প্রথম শ্রেণির পদ সৃজনের প্রক্রিয়া, টিওএন্ডই হালনাগাদকরণের প্রক্রিয়া ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সরকার।

এ ছাড়া আসিয়ানভুক্ত দেশসগুলোর কূটনীতিকদের অংশগ্রহণে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমীতে দ্বিতীয় ‘বাংলাদেশ ও আসিয়ানের মধ্যে সহযোগিতা বৃদ্ধি’ বিষয়ক একটি স্বল্পমেয়াদি প্রশিক্ষণ ২ থেকে ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে ফরেন সার্ভিস একাডেমী, জাকার্তায় আসিয়ান সচিবালয়, ঢাকায় আসিয়ান দূতাবাগুলো এবং আসিয়ান দেশগুলোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোর সঙ্গে আঞ্চলিক সংস্থাগুলো অনুবিভাগ সমন্বয় সাধন করেছে।

আরও যেসব উদ্যোগ নিয়েছে সরকার
১. আগামী ১১ থেকে ১২ ডিসেম্বর একাদশ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ বৈঠক অনুষ্ঠিত হবে। 
২. Foreign Investment Promotion and Protection Agreement (FIPA) negotiation-এর আলোচনা শুরু হতে যাচ্ছে। আগামী ৬ নভেম্বর এ সংক্রান্ত একটি ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করা হবে।
৩. লিবিয়া থেকে বাংলাদেশ দূতাবাস ও IOM-এর সহযোগিতায় চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে অনিয়মিত বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবাসন করা হবে।
৪.  ২ থেকে ৫ নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলে ‘40th COMCEC Ministerial Meeting’ অনুষ্ঠিত হয়।
৫. আগামী ১১ নভেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ‘Follow-up Joint Arab Islamic Summit’ শীর্ষক জরুরি সম্মেলন অনুষ্ঠিত হবে।
৬. ১২ থেকে ১৩ নভেম্বর তুরস্কে ‘13th D-8 Meeting of Directors-General and Expert Working Group on Civil Aviation’ অনুষ্ঠিত হবে।
৭. আগামী ১৯ ডিসেম্বর মিসরের কায়রোতে ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলন এবং ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে ১১তম ডি-৮ মন্ত্রী পর্যায়ের কাউন্সিল অনুষ্ঠিত হবে।
৮. আগামী ১৮-১৯ নভেম্বর কুয়েতে “High-Level Forum on the OIC International Islamic Court of Justice” অনুষ্ঠিত হবে। 
৯. আগামী ১৯ নভেম্বর ভার্চুয়াল মাধ্যমে ‘Senior Officials Meeting (SOM) of Toursim Ministers/Departments’ অনুষ্ঠিত হবে। 
১০. আগামী ২২ থেকে ২৩ নভেম্বর নাইজেরিয়ার আবুজায় ‘8th Session of the Supervisory Committee of the D-8 PTA’ অনুষ্ঠিতব্য সভায় সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে। 
১১. আগামী ২৪ থেকে ২৮ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় ‘24th Regular Session of IPHRC’ অনুষ্ঠিত হবে। ওই সভা আয়োজন সংক্রান্ত বিষয়ে অত্র অনুবিভাগ সমন্বয় সাধন করছে।
১২. আগামী ২৪ থেকে ২৭ নভেম্বর নাইজেরিয়া ‘3rd Meeting of the D-8 Network of Pioneers for Research and Innovation (D8 NPRI)’ অনুষ্ঠিত হবে।
১৩. আগামী ২৬ থেকে ২৭ নভেম্বর কাতারের দোহায় ‘Second Ministerial Meeting of Anti-Corruption Law Enforcement Agencies’ অনুষ্ঠিত হবে।
১৪. আগামী ১৭ থেকে ১৮ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় ‘Third Meeting of Heads of National Medicine Regulatory Authorities (NMRAs)’ অনুষ্ঠিত হবে।

এর আগে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোটাদাগে সরকারের বড় পাঁচটি কাজের কথা তুলে ধরেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার।


সর্বশেষ সংবাদ