ঢাবি এলাকায় আঁকা গ্রাফিতি ঘুরে ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা

গ্রাফিতি ঘুরে ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা
গ্রাফিতি ঘুরে ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা  © সংগৃহীত

অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ছাত্র আন্দোলন ঘিরে আঁকা গ্রাফিতি ঘুরে দেখেন। আজ বুধবার (১৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের এক ফেসবুক পোস্ট থেকে তথ্য জানা যায়। 

WhatsApp Image 2024-10-16 at 5-47-31 PM

এসময় বিশ্ববিদ্যালয়টির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, অন্তর্বতীকালীন সরকারের তিন উপদেষ্টা- আসিফ নজরুল, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  

c9317ba1-a444-42d3-8fe0-d79bb5872792

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর গত ৬ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করে শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে ড. ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেন। দায়িত্ব গ্রহণের পর ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে তারা। জাতিসংঘ অধিবেশনে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস জো বাইডেনসহ বেশ কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন। বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি পুনর্গঠনে আশার আলো দেখাচ্ছেন তিনি।


সর্বশেষ সংবাদ