ভারতে পাচার হচ্ছিল ১০৫০ কেজি ইলিশ

২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
ইলিশ জব্দ করেছেন সেনাবাহিনীর সদস্যরা

ইলিশ জব্দ করেছেন সেনাবাহিনীর সদস্যরা © সংগৃহীত

ভারতে পাচারকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে অভিযান চালিয়ে এক হাজার ৫০ কেজি ইলিশ জব্দ করেছেন সেনাবাহিনীর সদস্যরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা এলাকা থেকে একটি পিকআপভ্যানসহ এসব ইলিশ আটক করা হয়।

এ সময় পাচারে অভিযুক্ত সারোয়ার আলম (২৭) নামে একজনকে আটক করে সেনাবাহিনী। আটক সারোয়ার আদ্রা গ্রামের শহীদ ভূঁইয়া ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার বিকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা গ্রামের ভেতর দিয়ে একটি পিকআপে করে ইলিশ মাছ ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সে সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় সেনাবাহিনীর একটি টহল দল।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনী ১২ বীর-এর ক্যাপ্টেন সানিউল আলম। তিনি সাংবাদিকদের বলেন, ‘পাচারের উদ্দেশ্যে পিকআপে করে ইলিশ মাছ নিয়ে যাচ্ছিল একটি চোরাচালান চক্র। গোপন সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পিকআপ ভর্তি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে পাচারকারীকে খুঁজে বের করে আটক করা হয়।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এ তথ্য নিশ্চিত করেন জানান, এ বিষয়ে কসবা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

‘তারেক বসন্ত’ লিখে জামায়াত আমিরের ছবি পোস্ট আবিদের, পরে সং…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কেরু সুগার মিলসহ সব শিল্পপ্রতিষ্ঠান সচল করবে জামায়াত: আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় শ্রমিকের মৃত্যু
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাস থামিয়ে স্কুলছাত্রীর কথা শুনলেন তারেক রহমান, বললেন—পলিটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদ কিংবা ফজরের পর ভোট কেন্দ্রে যাওয়ার কথা আসছে কেন
  • ২৭ জানুয়ারি ২০২৬
আইএসইউতে কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল অনুষ্ঠ…
  • ২৭ জানুয়ারি ২০২৬