সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধ, দুজন গুলিবিদ্ধসহ আহত ৪

০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৩ AM

সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ঘের মালিককে গুলি করে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় ঘেরের দুই কর্মচারীসহ চারজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হরিণখোলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন-পাটকেলঘাটা থানার হরিণখোলা গ্রামের অভিরাম মণ্ডলের ছেলে অলঙ্গ মন্ডণ্ড (৬১) ও তার ভাই জগদীশ মণ্ডল (৪৫)। এছাড়া অন্য আহতরা হলেন- ঘের পাহারাদার বিশ্বনাথ মণ্ডল (৫৩) ও ঘের কর্মচারী শ্রীপদ মুণ্ডা (৩০)।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অলঙ্গ মণ্ডল জানান, হরিণখোলা বিলে ১০০ বিঘা জমিতে তিনি দীর্ঘদিন ধরে চিংড়ি ঘের করে আসছেন। এর মধ্যে চার বিঘা সরকারি খাস জমির লিজের টাকা হরিণখোলা গ্রামের কার্তিক মণ্ডলকে না দিয়ে জমির মালিক দাবিদার স্বপন মণ্ডলকে দেওয়ায় ২০২২ সাল থেকে তাদের সঙ্গে কার্তিক মণ্ডলের বিরোধ চলে আসছিল। এছাড়া পাঁচ শতক জমি নিয়ে কাকাতো ভাই শিব শেখরের সঙ্গেও তাদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে কয়েকবার সালিশ বৈঠক হয়েছে। আদালতে মামলাও রয়েছে।

এরই জেরে রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে তার ঘের কর্মচারী বিশ্বনাথ ও পার্শ্ববর্তী দীলিপ মণ্ডলের ঘের কর্মচারী শ্রীপদ মুণ্ডাকে ঘেরের ঘর থেকে মুখোশধারী ৭-৮ জন সশস্ত্র সন্ত্রাসী তুলে নিয়ে নির্যাতন করে তার বাড়ির সামনে নিয়ে আসে। পরে রাত দেড়টার দিকে তাকে ও তার ভাই জগদীশকে ঘুম থেকে ডেকে তুলে বুকে শট গান দিয়ে গুলি করার চেষ্টা করলে তারা শট গান ধরে ফেলেন।

একপর্যায়ে তার দুই উরুতে ও ভাই জগদীশের ডান উরু গুলি লাগে। রাত সাড়ে ৩টার দিকে তাদের দুই ভাই ও দুই ঘের কর্মচারীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহফুজুর রহমান ও অর্থোপেডিকস সার্জন ডা. হাফিজুল্লাহ জানান, অলঙ্গ মণ্ডলের দুই উরুতে ও জগদীশ মণ্ডলের ডান উরুতে গুলি লেগে বিপরীত দিক থেকে বেরিয়ে গেছে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ সোমবার সকালে জানান, জমি ও ঘের নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। তবে গুলির ঘটনা ঠিক নয় বলে দাবি করে তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে মামলা নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেষ হলো প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, প্রশ্নপত্র …
  • ০৯ জানুয়ারি ২০২৬
গুপ্ত রাজনীতির সুফল ভোগ করছে একটি ছাত্র সংগঠন: নজরুল ইসলাম …
  • ০৯ জানুয়ারি ২০২৬
ভারতের পর ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
  • ০৯ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্রে এসে পেলেন …
  • ০৯ জানুয়ারি ২০২৬
৫ ছাত্রসংসদ নির্বাচনের ‘বার্ডস আই ভিউ’ পজিশন থেকে কিছু ব্যত…
  • ০৯ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না, এই সন্তুষ্টি নিয়ে তারা ঘুমাক
  • ০৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9