মেট্রোরেলে হাফ পাসের দাবিতে বড় জমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের

মেট্রোরেলে হাফ পাসের দাবিতে বড় জমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের
মেট্রোরেলে হাফ পাসের দাবিতে বড় জমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের  © ফাইল ছবি

রাজধানী ঢাকার মেট্রোরেলে হাফ পাসের জন্য কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে আগামী রবিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফার্মগেট এলাকায় শিক্ষার্থীদের বড় জমায়েত অনুষ্ঠিত হবে। এ কর্মসূচি সফল করতে ইতিমধ্যে অনলাইন ও অফলাইনে সমানভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন তারা।

কর্মসূচির সমন্বয়ক ও মুখপাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ প্রিন্স শুক্রবার (০২ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। অনলাইনে তাদের এ সংক্রান্ত অনলাইন ইভেন্টে এখন পর্যন্ত প্রায় ১২ হাজার শিক্ষার্থী এ দাবির পক্ষে সম্মতি দিয়েছেন।

মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্য ভাড়া কিছুটা কমিয়ে দেওয়া উচিত। শিক্ষার্থীদের জন্য ভাড়া কমানোর বিষয়ে কর্তৃপক্ষকে আমরা অনুরোধ জানাবো। -অধ্যাপক মাকসুদ কামাল, উপাচার্য, ঢাবি

মুহাম্মদ প্রিন্স জানান, মেট্রোরেল পুরোপুরি চালু হলেও কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালু করেনি। শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতা থেকে শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশ—এমনকি প্রতিবেশী দেশ ভারতের গণপরিবহনেও রয়েছে হাফ পাস পদ্ধতি।

ঢাকা মেট্রোরেল প্রোজেক্ট | প্রথম আলো

অনেক উন্নত দেশেও শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালু রয়েছে জানিয়ে প্রিন্স বলেন, যুক্তরাষ্ট্রের শিকাগো, অস্ট্রেলিয়ার মেলবোর্ন কিংবা নেদারল্যান্ডের আমস্টারডাম, মাল্টার মরিশাসসহ আফ্রিকা-ইউরোপের বহু দেশেই চালু রয়েছে শিক্ষার্থীবান্ধব এই রীতি।

দেশের বাসে শিক্ষার্থীদের জন্য হাফ পাস থাকলেও মেট্রোরেলে এ সুবিধা না থাকায় অনেকটা আক্ষেপ প্রকাশ করেছেন প্রিন্স। তিনি বলেন, আমাদের ঐতিহাসিক আইয়ুব খান বিরোধী ১১ দফা আন্দোলনের প্রথম দফার (ঢ) উপধারাই ছিলো শিক্ষার্থীদের হাফপাস নিশ্চিত করার দাবি। ২০২১ সালে আমরা বাসে হাফ পাস চালু করতে পারলেও মেট্রোরেলে এখনো চালু হয়নি।

আগামী রবিবারের অবস্থান কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, হলিক্রস কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, সেইন্ট জোসেফ কলেজ, মাইলস্টোন কলেজ, বিএএফ শাহীন কলেজসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন। এদিনের অবস্থান থেকে দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের পক্ষ থেকে এ সংক্রান্ত তিন দফা দাবি জানানো হয়েছে। এগুলো হলো- মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর করতে হবে; মেট্রোরেলে অতিরিক্ত ভাড়া কমাতে হবে ও সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করতে হবে; মেট্রোরেলে শিক্ষার্থীদের সহজে যাতায়াত সুবিধার্থে স্টুডেন্ট পাস দিতে হবে।

May be an image of 5 people and text

কর্মসূচি সফল করতে চলছে প্রচারণা
আগামী রবিবারের কর্মসূচি সফল করতে অনলাইন ও অফলাইনে সমানভাবে প্রচারণা চালাচ্ছেন শিক্ষার্থীরা। অনলাইনে ‘‘মেট্রোরেলে হাফ পাস চাই’’ শিরোনামে একটি ইভেন্ট খুলেছেন তারা। সেখানে এখন পর্যন্ত প্রায় ১২ হাজার শিক্ষার্থী দাবির পক্ষে সম্মতি দিয়েছেন। গত ৩০ জানুয়ারি থেকে এ ইভেন্ট আহ্বান করা হয়েছে।

অনলাইনের পাশাপাশি সশরীরেও চলছে প্রচারণা। আগামী ৪ ফেব্রুয়ারির কর্মসূচি সামনে রেখে পুরো জানুয়ারি মাসজুড়ে লিফলেট বিতরণ করেছেন শিক্ষার্থীরা। আহ্বায়করা জানান, এ প্রচারণায় দাবির পক্ষে জনমত গঠন করতে তারা কাজ করেছেন।

মুহাম্মদ প্রিন্স বলেন, স্বৈরাচারী আইয়ুব খান বিরোধী আন্দোলনের ১১ দফার প্রথম ১(ঢ) দফাই ছিলো শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করার দাবি—দেশ স্বাধীন হলেও সে দাবির জন্য এখনো আমাদের সংগ্রাম করতে হচ্ছে। শিক্ষার্থীদের এই ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। দাবি বাস্তবায়ন না হলে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসবেন। আগামী ৪ ফেব্রুয়ারির কর্মসূচি সফল করতে শিক্ষার্থীরা কাজ করছেন।

শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতা থেকে শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশ—এমনকি প্রতিবেশী দেশ ভারতের গণপরিবহনেও রয়েছে হাফ পাস পদ্ধতি। -প্রিন্স, সমন্বয়ক ও মুখপাত্র, মেট্রোরেলে হাফ পাস চাই আন্দোলন

মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত মোট ২১ দশমিক ২৬ কিলোমিটার রেলপথে স্টেশন রয়েছে ১৭টি। একমুখী ভ্রমণের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ২০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত।

Home :: Dhaka University

হাফ পাসের দাবি ঢাবি ভিসিরও
মেট্রোরেল চালু হওয়ার পর গত ২৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার ভিসির নেতৃত্বে রেল ভ্রমণে বের হন। তারা টিএসসি স্টেশন থেকে মেট্রোরেলে চড়ে দিয়াবাড়ির উত্তরা উত্তর স্টেশনে যান। মেট্রোরেল ভ্রমণের সময় বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

শিক্ষার্থীদের জন্য হাফ পাসের দাবি জানিয়ে তিনি বলেন, মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্য ভাড়া কিছুটা কমিয়ে দেওয়া উচিত। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য ভাড়া কমানোর বিষয়ে কর্তৃপক্ষকে আমরা অনুরোধ জানাবো, আলোচনা করবো।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence