আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কা, হাসপাতালে ডাক্তার  নার্স অ্যাম্বুলেন্স স্ট্যান্ডবাই রাখার  নির্দেশ

স্বাস্থ্য অধিদপ্তর
স্বাস্থ্য অধিদপ্তর  © ফাইল ছবি

ঢাকা মহানগরীর জরুরি আইন-শৃঙ্খলা রক্ষার্থে সরকারি হাসপাতালগুলোতে স্ট্যান্ডবাই ডাক্তার, পর্যাপ্ত বেড, জরুরি সেবা, অ্যাম্বুলেন্স (নার্সসহ) ইত্যাদি স্ট্যান্ডবাই রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার (১৭ জানুয়ারি) অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক সমূহের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা: আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ঢাকা মহানগরীর জরুরি আইন-শৃঙ্খলা রক্ষার্থে সরকারি হাসপাতালগুলোতে স্ট্যান্ডবাই ডাক্তার, পর্যাপ্ত বেড, জরুরি সেবা, অ্যাম্বুলেন্স (নার্সসহ) ইত্যাদি স্ট্যান্ডবাই রাখার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়।

ডিএমপি কমিশনারের পক্ষে যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, আগামী ১৯-১২-২০২৩ খ্রি. ঢাকা মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃতীতব্য নিরাপত্তা ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ঢাকা মহানগরীর সরকারি হাসপাতাল সমূহে পর্যাপ্ত স্ট্যান্ডবাই ডাক্তার, পর্যাপ্ত বেড, জরুরি সেবা, অ্যাম্বুলেন্স (নার্সসহ) ইত্যাদি প্রস্তুত রাখা প্রয়োজন।

ডিএমপি থেকে চিঠি পাওয়ার পর এমন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে আগামী ১৯ ডিসেম্বর ঢাকায় বিজয় র‌্যালি করবে আওয়ামী লীগ। একই দিন সারাদেশে বিএনপির হরতাল কর্মসূচি রয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence