খালেদা জিয়া এখন দলীয় কোনও নির্দেশনা দেন না: মির্জা ফখরুল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪১ PM , আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৬ PM
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন দলীয় কোনও নির্দেশনা দেন না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এর আগে হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে গণতন্ত্র মঞ্চের নেতারা দেখা করার পর মঞ্চের শরিক দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছিলেন, আওয়ামী সরকারের নির্বাচনে ফাঁদে পা না দিয়ে বেগম খালেদা জিয়া আন্দোলন চালিয়ে নিতে বলেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, কে কী বলেছেন জানি না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে, স্ট্যান্ডিং কমিটি আছে। সেভাবেই সিদ্ধান্ত হয়। এসময় তিনি আরও বলেন, চেয়ারপারসন অসুস্থ। তিনি কোনও দলীয় নির্দেশনা দেন না। উনাকে এসবের মধ্যে টানবেন না।
এদিকে বিএনপির নতুন কর্মসূচির বিষয়ে মির্জা ফখরুল বলেন, একদফা দাবি এবং তরুণদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর রংপুর এবং রাজশাহী বিভাগে তারুণ্যের রোডমার্চ ঘোষণা করবে আমাদের তিন সংগঠন। আগামী ১৮ সেপ্টেম্বর একদফা দাবিতে ধারাবাহিক যুগপৎ কর্মসূচি ঘোষণা করা হবে।