বিয়ের দাবিতে আইডিয়ালের শিক্ষকের বাসায় ছাত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ০৩:৪৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
এবার বিয়ের দাবিতে আইডিয়ালের এক শিক্ষকের বাসায় গিয়ে ওঠেন আরেক ছাত্রী। পরে কয়েকজন শিক্ষক ও এলাকাবাসীর মধ্যস্থতায় ছাত্রীকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি নিয়ে বিব্রত প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবকরা।
অভিযুক্ত ওই শিক্ষক হলেন- মুরাদ আহম্মদ। তিনি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মূল (মতিঝিল) শাখার ইংরেজি ভার্সনের দিবা শাখার ইংরেজি বিষয়ের শিক্ষক। অন্যদিকে ওই ছাত্রী বর্তমানে একটি কলেজে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত।
ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবারের অভিযোগ, বিবাহিত হওয়া সত্ত্বেও বিয়ের প্রলোভনে ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছেন শিক্ষক মুরাদ আহম্মদ। কিন্তু এখন আর বিয়ে করতে চাইছেন না তিনি। এজন্য ওই ছাত্রী গত ২৩ আগস্ট রাত ৯টার দিকে রাজধানীর শাহজাহানপুরে শিক্ষকের বাসায় গিয়ে ওঠেন।
ঘটনায় শাহজাহানপুর থানায় একটি জিডি করেছেন ভুক্তভোগী ছাত্রীর বাবা। জিডিতে তিনি উল্লেখ করেছেন, ‘প্রায় ৭-৮ বছর আগে তার মেয়ে (ছাত্রী) শিক্ষক মুরাদ আহম্মদের কাছে কোচিং করতেন। মুরাদ বিবাহিত ও দুই সন্তানের জনক হওয়া সত্ত্বেও তার মেয়েকে প্রেমের সম্পর্ক করতে প্রলুব্ধ করেন। বিভিন্ন সময়ে নানা রকম প্ররোচনার প্রেক্ষিতে গত ২৩ আগস্ট ছাত্রীকে ওই শিক্ষক তার বাসায় যেতে বলেন।’
এতে আরও বলা হয়, ‘ওইদিন রাত ৯টায় আমার মেয়ে শিক্ষকের পাতা ফাঁদে পা দিয়ে কাউকে কিছু না বলে শিক্ষকের বাসায় চলে যান। খবর পেয়ে আমরা শিক্ষকের বাসা থেকে মেয়েকে উদ্ধার করতে যাই। এসময় ওই শিক্ষক আমাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন। পরে শিক্ষক বাসা থেকে পালিয়ে যান এবং মেয়েকে উদ্ধার করে নিয়ে যাই আমরা।’
এ বিষয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্বে) মিজানুর রহমান বলেন, ‘ঘটনাটি কিছুটা শুনেছি। বিস্তারিত জানি না। উনি (মোরাদ) স্কুলেও আসেননি। এটা নিয়ে আমরা আলাপ-আলোচনা করে দেখবো।’