সাকা চৌধুরীর পুত্র হুম্মামের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

১৫ অক্টোবর ২০২২, ০৮:৪২ PM
হুম্মাম কাদের চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

হুম্মাম কাদের চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ © টিডিসি ফটো

সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে স্বাধীনতার স্বপক্ষের সংগঠন গৌরব ’৭১। সমাবেশ থেকে আইন মোতাবেক হুম্মাম কাদেরের সর্বোচ্চ শাস্তির দাবিও জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১৫ই অক্টোবর) বিকাল ৪ টায় শাহবাগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ সমাবেশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফলাজুর রহমান বাবু বলেন, জিয়া ক্ষমতায় আসার পর থেকে স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে এনেছে এবং গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছে। পরবর্তীতে খালেদা জিয়াও একই কাজ করেছে। কিন্তু ১৯৮১ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এসে রাজাকারদের বিচারের আওতায় আনার চেষ্টা করেছেন কিন্তু বিএনপি ক্ষমতায় এসে আবার এ পথ বন্ধ করার নানা ফন্দি করেছে। তবুও বঙ্গবন্ধুকন্যা যুদ্ধাপরাধীদের ফাঁসিতে ঝুলিয়েছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ৭৩৪

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট সানজিদা খানম বলেন, আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, ১৯৭২ সালে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী সাকা চৌধুরীর বিচার হলে হুম্মাম চৌধুরীর জন্ম হতো না। আজকেই তার অঙ্গভঙ্গি রাষ্টদ্রোহীতার শামিল। কাজেই তার বিরুদ্ধে রাষ্টদ্রোহীতার মামলা করা উচিত।

আওয়ামী যুব মহিলা লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কুহেলী কুদ্দুস মুক্তি বলেন, আমরা বাংলাদেশকে ভালোবাসি, এদেশের মুক্তিযুদ্ধকে ভালোবাসি। অথচ স্বাধীনতার এতো বছর পরেও আমাদের যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর সন্তানদের হুংকার শুনতে হয়। এটা কী ভাবা যায়? আমি সরকারকে বলবো, তাকে সংবিধান ও আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেয়া হোক।

কবি আসলাম সানি বলেন, একজন মুক্তিযুদ্ধের পক্ষের সন্তান বেঁচে থাকতে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে কখনোই দৃষ্টতা দেখানোর সুযোগ দেয়া হবে না।  

গৌরব ’৭১ সংঠনের সাধারণ সম্পাদক এফ এম শাহীন বলেন, বিএনপির নামে স্বাধীনতা বিরোধীদের যে ফ্রন্ট, তারা মহাসমাবেশে এদেশের স্বাধীনতাকে কলঙ্কিত করেছে। তাদের এই সমাবেশে যুদ্ধাপরাধী রাজাকার সাকা চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরী নারায়ে তাকবীর স্লোগান দিয়ে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের শহীদ বলে আখ্যা দিয়েছে। কত বড় স্পর্ধা! 

সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, দ্রুততম সময়ে রাজাকারদের তালিকা প্রকাশ করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। একইসাথে হুম্মামের বিরুদ্ধে আইনি মোতাবেক সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। অন্যথায়, আমরা গৌরব' ৭১ সংগঠন, স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ঘেরাও করবো।

গৌরব ৭১ সংগঠনের সহ-সভাপতি হাবিবুর রহমান রোমেল বলেন, সালাউদ্দীন কাদের চৌধুরীর ছেলের আরবী নাম হুম্মাম কাদের। যার অর্থ বাথরুম ব্যবস্থাপক। একজন বাথরুম ব্যবস্থাপকের মুখ থেকে সর্বোচ্চ কী ধরণের বক্তব্য আমরা আশা করতে পারি। একজন পিতা তার সন্তানের এমন নাম রাখতে পারেন, সেহেতু তার মুখ থেকে বাথরুমের গন্ধই বের হবে। এসময় তিনি উপস্থিত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এই সংগ্রাম শাহবাগ থেকে শুরু হয়েছে এবং এখানেই শেষ হবে।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বুধবার (১২ অক্টোবর) চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশে নায়ারে তকবির, নায়ারে তকবির বক্তব্য দিয়েছেন। আরও বলেন, আমরা যখন এই ময়দানে আসবো। তখন সরকার গঠন করে আসবো। তার এই বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এ প্রেক্ষিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে গৌরব ’৭১ সংগঠন।

জামিনে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় আদিব পৃথু
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম নটরডেমের আকিফ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে চবিতে শিবিরের ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, মধ্যরাতে ঢাবিতে বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage