কিংবদন্তীর মৃত্যুতে জাবি উপাচার্যের শোক
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৮ মে ২০১৯, ১২:৩৯ PM , আপডেট: ০৮ মে ২০১৯, ১২:৩৯ PM
একুশে পদক পাওয়া সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। মঙ্গলবার দুপুরের দিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় শোক প্রকাশ করেন জাবি উপাচার্য।
শোকবার্তায় উপাচার্য ফারজানা ইসলাম বলেন, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দী সঙ্গীত জগতের অনন্য ব্যক্তিত্ব। বাংলা আধুনিক এবং চলচ্চিত্রের অনেক শ্রোতাপ্রিয় গানের শিল্পী হিসেবে সুবীর নন্দী এদেশের সঙ্গীত প্রিয় মানুষের হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় স্থান করে নিয়েছিলেন। তাঁর গাওয়া গান চিরদিনই মানুষের মুখে শোনা যাবে। তাঁর মৃত্যুতে জাতি একজন অসাধারণ কণ্ঠশিল্পী এবং হৃদয়গ্রাহী গায়ককে হারাল। এ ক্ষতি পূরণ হবার নয়।
এছাড়া উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিল্পী সুবীর নন্দীর পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।