‘জিহ্বা সংযত করুন, প্লিজ’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ আগস্ট ২০২২, ০৯:৩৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২২, ০৯:৩৬ PM
জিহ্বা বড় জটিল দেহাংশ। বিধ্বংসী অস্ত্রের মত।একবার যা বেরিয়ে গেলে ফেরত নেয়া যায় না। তাই জিহ্বার সংযত ব্যবহার প্রত্যাশা সকলের কাছেই ,দল ও মত নির্বিশেষে। বিশেষত ,যদি কেউ গুরুত্বপূর্ণ পদে থাকেন সেই পদের মর্যাদা রক্ষা করা তারই দায়িত্ব ।
আমার জানামতে একটি দলই নির্ধারণ করে তার মুখপাত্র কে বা কারা। আমি আওয়ামীলীগ করি ।কিন্তু আমি জানতে চাই সকলে দলের মুখপাত্র হলে কার কথা দলের কথা বুঝবো কিভাবে !!কথা কম ,কাজ বেশী -এটা ভুলে গেছি কি আমরা?
আরও পড়ুন : নতুন মজুরির সিদ্ধান্ত প্রত্যাখ্যান, আন্দোলনে চা শ্রমিকরা
দুঃসহনীয় মূল্যবৃদ্ধি তে মানুষের নাভিশ্বাস উঠেছে -এসময় এমনিতেই এই সমস্যা সমাধানের উপায় মানুষ জানতে চায়,এর মধ্যে কলের গানের মত একজন তো বিএনপি'র নিন্দা করতে করতে প্রাকান্তরে বিএনপি'র কথা ভুলতেই দিচ্ছে না ,আর প্রতিদিন কিছু মন্ত্রী মহোদয়ের এর কথা শুনলে মনে হয় কথা দিয়ে দলের ও নেত্রীর ক্ষতি কত প্রকারে করা যায়-সেটা বুঝিয়ে দেবার গুরু দায়িত্ব তাঁরাই নিয়েছেন। আল্লাহ সকলকে জিহ্বা সংযত করার তৌফিক দান করুন। আমিন।
এ্যাড.তারানা হালিম -