রাস্তায় বেদে তরুণীদের পাল্লায় পড়বেন না

২৫ আগস্ট ২০২০, ০২:৪১ PM
হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল © ফাইল ফটো

রাস্তায় কোথাও বেদে তরুণীদের পাল্লায় কেউ পড়বেন না। আজ আমার ৯০ টাকা অভিনব কায়দায় ছিনতাই করে নিয়ে গেল। আমি হা করে দাঁড়িয়ে রইলাম। আমার জীবনে এমন ভ্যাবাচ্যাকা খাওয়ার ইতিহাস নাই। আমাকে একজন বলল, “১০ টাকা দেন ভাই কিছু খাবো।” বলে সে ৯০ টাকা বের করে আমার চোখের সামনে ধরলো।

আমি ১০০ টাকার নোট বের করে তার হাতে দিলাম। সে মুঠিতে ভরে সাথে ৯০ টাকাও মুঠিতে ভরে ফেললো। আমি বললাম, “৯০ টাকা দাও।”

সে বলল, “আরে হিরো ১০০ টাকা দিয়ে আবার ফেরত চাও?” বলেই সবার সামনে আমার গাল ধরে টান মারলো। সাথে সাথে আরো ৩ জন বেদে তরুণী ছুটে এলো। সবাই মিলে ঘিরে ধরলো। আমি বললাম, “আরে ৯০ টাকা দাও আমার লাগবে।”

একজন মোটামুটি আমার বুক বরাবর এসে পড়েছে। আরেকটু হলে ইজ্জতের ফালুদা হয়ে যায়। আশপাশের সবাই মজা দেখতেছে। আমার রক্ত হীম হয়ে আসছিলো। ঘটনাটা কি ঘটতেছে! ইজ্জত তো দেখছি যায় যায় অবস্থা। একজন বয়স ১৭/১৮ হবে আমার চুলের মধ্যে ফু মেরে বলল, “দেখো হিরো ৯০টা টাকা আবার ফেরত চাও!”

হায় খোদা। আমি থ হয়ে রইলাম। ছিনতাই কর্ম শেষে চার তরুণী হেলেদুলে হেঁটে গেল। আমি পেছন থেকে হা করে তাকিয়ে রইলাম। যতক্ষণ না দৃষ্টির আড়ালে গেল। লোকজন আমাকে ঘিরে ধরে জানতে চাইলো, “ভাই কি হইছে, ভাই?” মনে মনে বললাম, “... মজা নিতে আইছ!”

যশোর শিক্ষাবোর্ডে এসএসসির ২০ পরীক্ষা কেন্দ্র স্থগিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
২০১৯ সালের ডাকসুর মত নির্বাচনে ট্রাকের বিজয় ইতিহাসের আশা নু…
  • ২৩ জানুয়ারি ২০২৬
এনসিপি গাজীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
  • ২৩ জানুয়ারি ২০২৬
জনগণ চাঁদাবাজদের নির্বাচিত করতে চায় না: নূরুল ইসলাম বুলবুল
  • ২৩ জানুয়ারি ২০২৬
শেকৃবিতে বিনামূল্যে জলাতঙ্কের টিকা পেল শতাধিক পোষা প্রাণী
  • ২৩ জানুয়ারি ২০২৬