ডেন্টালের প্রথম মাইগ্রেশনের তালিকা প্রকাশ

৩০ জুলাই ২০২২, ০৪:৪৯ PM
ক্লাস করছেন শিক্ষার্থীরা

ক্লাস করছেন শিক্ষার্থীরা © ফাইল ছবি

দেশের সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের মাইগ্রেশনের তালিকা প্রকাশিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) বিকালে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হওয়ায় শূন্য আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে ১ম দফায় মাইমেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং অপেক্ষমান তালিকা হতে মোট ২১৩ জনকে সরকারি ভাবে ভর্তির জন্য মনোনীত করা হলো। এ ক্ষেত্রে মেঘা, পছন্দক্রম ও আসন শূণ্যতার ভিত্তিতে ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সমূহ নির্ধারণ করা হয়েছে। ঢাকা ডেন্টাল কলেজ/ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সমূহে মাইগ্রেশনে সুযোগ প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা নিজ কলেজের অধ্যক্ষের দপ্তরে অতিসত্বর যোগাযোগ করবেন। 

আরও পড়ুন: সরকারি মেডিকেলে আসন ফাঁকা ২০টি

৩০ জুলাই হতে ১৪ আগস্টের মধ্যে অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া অর্থাৎ বর্তমান কলেজ/ইউনিট থেকে বদলীকৃত প্রতিষ্ঠানে ভর্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। সরবরাহকৃত মাইগ্রেশন ফরম পূরণের মাধ্যমে আসন শুন্যতা সাপেক্ষে পরবর্তীতে ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সমূহে ২য় মাইগ্রেশনের সুযোগ থাকবে। উল্লেখিত তারিখের মধ্যে মাইগ্রেশন প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের কেউ ভর্তি হতে ব্যর্থ হলে উভয় কলেজ থেকে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।

অপেক্ষমান তালিকা থেকে যারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তাদেরকে নির্বাচিত ডেন্টাল কলেজে/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হলো। ভর্তির ক্ষেত্রে অত্র অধিদপ্তরের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।’’

মাধ্যমিকের বার্ষিক ছুটি থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি
  • ২২ জানুয়ারি ২০২৬
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ঢাকা-১৯ আসনের এন…
  • ২২ জানুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন
  • ২২ জানুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল, কাকে সমর্থন দেবে বিএনপি জোট?
  • ২২ জানুয়ারি ২০২৬
আবেদন করেও রুয়েটের ভর্তি পরীক্ষা দেননি ১৫ শতাংশ শিক্ষার্থী
  • ২২ জানুয়ারি ২০২৬
এনআইডি সংশোধন কার্যক্রম চালু হচ্ছে ২৫ জানুয়ারি: ডিজি
  • ২২ জানুয়ারি ২০২৬