সফলভাবে মাথার খুলির হাড় প্রতিস্থাপন মেডিকেল শিক্ষার্থী আকিবের

২৮ মার্চ ২০২২, ০৬:৩৭ PM
সেসময় আকিবের মাথায় ব্যান্ডেজের ওপর ‘হাড় নেই, চাপ দেবেন না’ লেখা একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে

সেসময় আকিবের মাথায় ব্যান্ডেজের ওপর ‘হাড় নেই, চাপ দেবেন না’ লেখা একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে © ফাইল ছবি

৫ মাস আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মাহাদি জে আকিবের মাথার খুলির হাড়ের অংশ প্রতিস্থাপন করা হয়েছে।

আজ সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের তত্ত্বাবধানে আকিবের মাথায় দ্বিতীয় এ অস্ত্রোপচার করা হয়। গত ৩০ অক্টোবর তার প্রথম অস্ত্রোপচার হয়েছিল।

আকিবের মস্তিস্কে অস্ত্রোপচারকারী চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৩টা ১০ মিনিট পর্যন্ত অপারেশন করেছি। সফলভাবে মাথার খুলির হাড়টি প্রতিস্থাপন করা হয়েছে। এখন তাকে পোস্ট অপারেটিভ নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি জে আকিব। গত ৩০ অক্টোবর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আকিবের মাথা ফেটে যায়। পরে তার মাথার খুলির একটি অংশ পেটের চামড়ার নীচে রাখা হয়।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিকেলে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসিরের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আকিব শিক্ষা উপমন্ত্রী নওফেলের অনুসারী।

সংঘর্ষে আহত আকিবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এ সময় আকিবের মাথায় ব্যান্ডেজের ওপর ‘হাড় নেই, চাপ দেবেন না’ লেখা একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে দেশব্যাপী আলোচনার সৃষ্টি হয়। এরপর ১৮ নভেম্বর দীর্ঘ ১৮ দিন আইসিইউতে থাকার পর তাকে কুমিল্লার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

‘নাসিরকে বল দেওয়া জীবনের অন্যতম বড় ভুল’
  • ০৯ জানুয়ারি ২০২৬
দুই মাসের আমদানি বিল পরিশোধে রিজার্ভ নামলো ৩২ বিলিয়নে
  • ০৯ জানুয়ারি ২০২৬
চলমান বিক্ষোভে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • ০৯ জানুয়ারি ২০২৬
নাটোর-১ আসনে বিএনপির একাধিক প্রভাবশালী প্রার্থী, ফুরফুরা জা…
  • ০৯ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, গাইবান্ধায় ১৪৪ ধারা জারি
  • ০৯ জানুয়ারি ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চে…
  • ০৮ জানুয়ারি ২০২৬