চিকিৎসা শিক্ষার আন্তর্জাতিক স্বীকৃতিতে হচ্ছে নতুন আইন

১৯ ডিসেম্বর ২০২১, ০৪:২৮ PM
বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন আইন-২০২১

বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন আইন-২০২১ © প্রতীকী ছবি

দেশের চিকিৎসা শিক্ষার আন্তর্জাতিক মান ও স্বীকৃতি নিশ্চিত করতে একটি আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ রবিবার (১৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন আইন-২০২১’ এর খসড়া এ অনুমোদন পায়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন (ডব্লিউএফএমই) যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, উন্নত বিশ্বে চিকিৎসা শিক্ষার স্বীকৃতি অর্জন করতে হলে প্রতিটি দেশে একটি অ্যাক্রেডিটেশন কাউন্সিল মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেবে।

“এই অ্যাক্রেডিটেশনটা না থাকলে আমাদের দেশ থেকে কেউ এমবিবিএস পাস করলেও সে বাইরে পড়াশোনা করতে যেতে পারবে না, অন্য কোনো দেশে ডাক্তার হিসাবে স্বীকৃতি পাবে না।”

আনোয়ারুল ইসলাম বলেন, ২০২৪ সালের মধ্যে যেসব দেশ স্বাধীন অ্যাক্রেডিটেশন কমিশনের মাধ্যমে চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি দেবে না, ওইসব দেশের চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রিধারী চিকিৎসকরা যুক্তরাষ্ট্র ও কানাডায় উচ্চশিক্ষা প্রশিক্ষণ গ্রহণ কিংবা পেশাগত কাজ করার সুযোগ পাবে না।

নতুন আইনের অধীনে পরিচালিত অ্যাক্রেডিটেশন কাউন্সিল দেশীয় স্বীকৃতির নীতিমালাসহ ‘অ্যাক্রেডিটেশনের’ যাবতীয় বিষয় দেখভাল করবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আলাপ করে আমাদের অ্যাক্রেডিশেনের ক্রাইটেরিয়া ঠিক করতে হবে।

আনোয়ারা থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আঙিনায়, স্বপ্ন ছুঁলেন এ…
  • ২২ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক শিক্ষা দিবস ও শিক্ষার নতুন ভাবনা
  • ২২ জানুয়ারি ২০২৬
জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীকে আড়াই লাখ টাকা জরিমানা
  • ২২ জানুয়ারি ২০২৬
হৃদ্যতাপূর্ণ বার্তা প্রেরণে চিঠির যুগ; আধুনিকতায় হারিয়ে যাচ…
  • ২২ জানুয়ারি ২০২৬
‘সরকার ঋণ বাড়িয়ে শুধু পাবলিক সেক্টরের কর্মীদের সুবিধা দিচ…
  • ২২ জানুয়ারি ২০২৬
রাবি প্রেসক্লাবের পিঠা উৎসবে সাংবাদিকদের মিলনমেলা
  • ২২ জানুয়ারি ২০২৬