ভারতে মেডিকেলের ভর্তি পরীক্ষায় ৭২০-তে ৭২০ পেল তিন পরীক্ষার্থী

  © প্রতীকী ছবি

সর্বভারতীয় স্তরে মেডিকেলের প্রবেশিকা পরীক্ষার (নিট) মেধা তালিকায় প্রথম তিনজন পুরো নম্বরই পেয়েছেন। সোমবার (১ নভেম্বর) এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

এতে দেখা গেছে, চলতি বছরে ১৬ লাখেরও বেশি পরীক্ষার্থীর মধ্যে তেলঙ্গানার মৃণাল কুত্তেরি, দিল্লির তন্ময় গুপ্ত এবং মহারাষ্ট্রের কার্তিকা নায়ার একসঙ্গে প্রথম হয়েছেন। তিন জনই মোট ৭২০ নম্বরের ১০০ শতাংশ অর্থাৎ ৭২০ নম্বর করে পেয়েছেন।

মেডিকেল শিক্ষায় সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা সক্ষেপে ‘নিট’) চলতি বছর মোট ১৬ লক্ষ ১৪ হাজার ৭৭৭ জন পড়ুয়া বসেছিলেন। যা গত বছরের থেকে ১.০৯ শতাংশ বেশি। গত বছর এই পরীক্ষা দিয়েছিলেন মোট ১৫ লক্ষ ৪৪ হাজার ২৭৫ জন। তার মধ্যে ৮ লক্ষ ৭৬০ হাজার ৭৪ জন উত্তীর্ণ হয়েছিলেন।

প্রসঙ্গত, চলতি বছরে ১ অগস্ট এই পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে করোনা পরিস্থিতিতে তা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত গত ১২ সেপ্টেম্বর দেশজুড়ে এই পরীক্ষা নেওয়া হয়। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence