পরীক্ষা দেয়ার সুযোগ না পেলে আত্মহত্যার হুমকি নার্সিং শিক্ষার্থীর

২৭ সেপ্টেম্বর ২০২১, ০৪:০৯ PM
প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা

প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ভর্তি পরীক্ষার দেয়ার সুযোগের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ২০২০-২১ শিক্ষাবর্ষের নার্সিং এ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সোমবার দুপুরে আয়োজিত এক মানবন্ধন থেকে আজ-কালকের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র প্রদানের জোর দাবি জানানো হয় এবং দাবি আদায় না হলে আত্মহত্যার হুমকিও দেওয়া হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২০ সালে। কিন্তু মহামারী করোনা ভাইরাসের কারণে নার্সিং পরীক্ষা পিছানো হয়। দীর্ঘ নয় মাস পর আগামী ১ অক্টোবর ২০২১ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে ২২ বছর ঊর্ধ শিক্ষার্থীদের আবেদন করতে বারণ করা হয়। আমরা যখন আবেদন করি তখন কোনো বাধা ছিল না। এখন আমাদের প্রবেশপত্র দেওয়া হচ্ছে না। আমরা আজ-কালের মধ্যেই আমাদের প্রবেশ চাই।’

শিক্ষার্থীরা আরও বলেন, করোনার কারণে পরীক্ষা পিঁছিয়ে যায় এবং আমাদের বয়সও বেড়ে যায়। আর বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল নতুন করে ২২ বছরের নীতি চালু করেছে, যা আগে ছিল না। যদি চাকরির বয়সসীমা বাড়ানো যায়, তাহলে আমাদের ক্ষেত্রে সমস্যা কোথায়?’

মানবন্ধনে শিক্ষার্থীদের সাথে একাত্ত্বতা ঘোষণা করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ(বাকশাল) মহাসচিব, কাজী জহিরুল ইসলাম কাইয়ুম ২০২০-২১ ব্যাচের শিক্ষার্থীদের বয়স বিবেচনায় পড়াশোনার সুযোগ না দিলে প্রায় ৬ লাখ মানুষ বেকার হয়ে পড়বে উল্লেখ করে শিক্ষার্থীদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্ববান জানান। সাথে সাথে শিক্ষার্থীদের সহনশীল হওয়ারও আহ্বান জানান তিনি।

মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার প্রতিশ্রুতি বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসির ২০ পরীক্ষা কেন্দ্র স্থগিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
২০১৯ সালের ডাকসুর মত নির্বাচনে ট্রাকের বিজয় ইতিহাসের আশা নু…
  • ২৩ জানুয়ারি ২০২৬
এনসিপি গাজীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
  • ২৩ জানুয়ারি ২০২৬
জনগণ চাঁদাবাজদের নির্বাচিত করতে চায় না: নূরুল ইসলাম বুলবুল
  • ২৩ জানুয়ারি ২০২৬