ব্রাহ্মণবাড়িয়ার নৌকাডুবি

চিকিৎসক হওয়ার স্বপ্ন অধরা রয়ে গেল মেডিকেল ছাত্র আরিফের

২৮ আগস্ট ২০২১, ১১:২৩ PM
আরিফ বিল্লাহ

আরিফ বিল্লাহ © সংগৃহীত

আরিফ বিল্লাহ (২০) পরিবারের বড় ছেলে ছিলেন। এ বছর ঢাকার গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। পরিবারের স্বপ্নও ছিল আরিফকে ঘিরে। নৌকাডুবিতে আরিফের মৃত্যু যেন পরিবারের স্বপ্নকেও ডুবিয়ে দিল।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে ট্রলারডুবিতে আরিফসহ ২২ জনের মৃত্যু হয়েছে।

সৌদি আরব প্রবাসী জহিরুল হক ভূইয়ার দুই সন্তানের মধ্যে আরিফ ছিলেন বড়। আরিফের ছোট ভাই ফয়সাল বিল্লাহ (১২) গ্রামের একটি মাদ্রাসাায় পড়াশোনা করে। চিকিৎসক হওয়ার স্বপ্ন থেকে দুই মাস আগে গ্রীন লাইফ মেডিকেল কলেজে ভর্তি হন আরিফ।

আরিফের বাবার সঙ্গে তার মা পারভীন বেগমও বর্তমানে সৌদি আরব আছেন। ছেলের মৃত্যুর খবরে সৌদি আরব থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা।

আরিফের চাচা বোরহান ভুইয়া বলেন, আরিফ ছোটবেলা থেকেই মেধাবী ছিল। স্কুল-কলেজের সকল পরীক্ষায় ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে সে। গতকাল এক বন্ধুর কিছু কাগজপত্র নিয়ে জেলা শহরে যাচ্ছিল আরিফ। কিন্তু শেষ পর্যন্ত বাড়ি ফিরল লাশ হয়ে। তার এমন অকাল মৃত্যুতে সবার স্বপ্ন চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।

আরিফের আরেক চাচা ওমর ফারুক ভুইয়া বলেন, কুমিল্লার ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০১৯ সালে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয় আরিফ। এরপর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পায়। কিন্তু বাবা-মায়ের চিকিৎসক বানানোর স্বপ্ন পূরণের জন্য সেখানে ভর্তি না হয়ে মেডিকেল কলেজে ভর্তি হয় আরিফ।

৭ জেলার নির্বাচনী সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান
  • ২৩ জানুয়ারি ২০২৬
আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ছে যুক্তরাষ্ট্র
  • ২৩ জানুয়ারি ২০২৬
মা-বোনদের বিকাশ নম্বর নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: তারেক রহমান
  • ২৩ জানুয়ারি ২০২৬
বেসরকারি ট্যাক্সের নামে চাঁদাবাজি আর চলবে না: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার প্রতিশ্রুতি বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসির ২০ পরীক্ষা কেন্দ্র স্থগিত
  • ২৩ জানুয়ারি ২০২৬