মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে ঢাবিতে মানববন্ধন

  © সংগৃহীত

২০২০-২১ সেশনে মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি করছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৪ মার্চ) বেলা ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশের এ কর্মসূচি শুরু হয়।

এসময় ভর্তিচ্ছুরা জানান, তাদের এই দাবিতে একইদিনে দেশের বিভাগীয় পর্যায়েও এ কর্মসূচি পালন করা হচ্ছে।

মানববন্ধনে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করা হলেও মেডিকেলের মতো গুরুত্বপূর্ণ একটা ভর্তি পরীক্ষা নিয়ে এতো তাড়াহুড়ো কেন? এটা ঈদের পরে না নিয়ে আমাদের উপর বৈষম্য কেন এমন প্রশ্ন এই শিক্ষার্থীদের।

তারা আরও বলেন, ভর্তি পরীক্ষায় যেখানে শিক্ষার্থী এবং অভিভাবকসহ প্রায় ৩ লক্ষ লোকের জনসমাগম ঘটবে। অথচ বাংলাদেশে এখনো করোনা পুরোপুরি নির্মূল হয়নি। এমতাবস্থায় কোন শিক্ষার্থী বা অভিভাবক যদি করোনাভাইরাস আক্রান্ত হয় তবে এর দায়ভার কে নেবে বলে জানান তারা। তাই করোনার প্রকোপ পুরো পুরি কমে যাওয়ার পর অথবা সকল পরীক্ষার্থী এবং অভিভাবকের টিকা নিশ্চিত করে পরীক্ষা নেয়ার দাবি জানান ভর্তিচ্ছু এই শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence