ঢামেকে টিকা কার্যক্রম শুরু ২৮ জানুয়ারি

২৩ জানুয়ারি ২০২১, ১০:১৬ PM
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজ © ফাইল ফটো

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানিয়েছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আশা করি ২৮ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে টিকা দেয়ার কাজ শুরু করবো ইনশাল্লাহ। প্রথমে চিকিংসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের টিকা দেয়া হবে।

আজ শনিবার (২৩ জানুয়ারি) তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এছাড়া ধারাবাহিকভাবে হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত থাকা আনসারদের টিকা দেয়া হবে বলে তিনি জানান।

জেনারেল নাজমুল হক বলেন, সবার আগে কাকে দেওয়া হবে এটা এখনো ঠিক করা হয়নি। আমিও টিকা নিতে খুবই আগ্রহী। স্বেচ্ছায় আমি করোনা ভ্যাকসিন প্রতিরোধের টিকা নিব। ঢাকা মেডিক্যাল হাসপাতালের জরুরি বিভাগে আন্ডারগ্রাউন্ডে টিকা দেয়ার স্থান আগেই নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, আনন্দমুখর পরিবেশে আমরা টিকার কার্যক্রম উদ্বোধন করবো। সবাইকে ধীরে ধীরে টিকা নেওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করবো। এটিকা দেয়ার সময় নার্স, স্বেচ্ছাসেবী এবং আমাদের চিকিৎসকরা উপস্থিত থাকবেন। টিকা দেয়ার পরে ওই ব্যক্তিকে আধাঘণ্টা অবজারভেশনে রাখা হবে।

এবার রেমিট্যান্স যোদ্ধা, শ্রমিক, মেহনতি মানুষের মধ্য থেকেই …
  • ২৩ জানুয়ারি ২০২৬
পুলিশকে কোপানোর ঘটনায় অভিযুক্ত সেই লিয়নকে গ্রেপ্তার
  • ২৩ জানুয়ারি ২০২৬
স্বর্ণের দামে আবারও বড় লাফ
  • ২৩ জানুয়ারি ২০২৬
ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে
  • ২৩ জানুয়ারি ২০২৬
দশ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্ত…
  • ২৩ জানুয়ারি ২০২৬
হাদির হত্যার বিচারের দাবিতে তিতুমীরে বিক্ষোভ মিছিল
  • ২৩ জানুয়ারি ২০২৬