ভারতে হিজাব পরায় মেডিকেল শিক্ষার্থীকে হুমকি

২৮ মে ২০১৯, ১১:৫৯ AM

ভারতের উত্তরবঙ্গে হিজাব পরা এক ছাত্রীকে মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের মধ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার উত্তরবঙ্গের একটি মেডিক্যাল কলেজে এ ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়।

জানা যায়, শনিবার রাত ১০টা নাগাদ খাবার খেয়ে ক্যান্টিন থেকে বন্ধুদের সঙ্গে ফেরার পথে ১০ থেকে ১২ জন অজ্ঞাত লোক 'জয় শ্রী রাম' স্লোগান দিতে দিতে ২৩ বছর বয়সী ওই ছাত্রীকে হুমকি দেয়। তারা সবাই বহিরাগত বলে ছাত্রীর দাবি।

ওই ছাত্রী বলেন, খাবার খেয়ে ক্যান্টিন থেকে বন্ধুদের সঙ্গে ফিরছিলাম। এসময় কয়েকজন রাস্তায় দাঁড়িয়ে ছিল। আগে কখনও ওদের আমি দেখিনি। আমরা আমাদের মতো হাঁটছিলাম।

তিনি আরো বলেন, আমি হিজাব পরে আছি দেখে ওরা আমাদের দিকে আঙুল তুলে জয় শ্রী রাম, জয় শ্রী রাম বলে চিৎকার করতে থাকে। এর পরে ওই ১০-১২ জন আমাদের দিকে তেড়ে আসছিল। বাঁচতে আমরা দৌঁড়ে পালাই।

ওই শিক্ষার্থী বলেন, আমি একজন হিজাব পরা মুসলিম। আমি সবসময় হিজাব পরি। আমি আমার জীবনে কখনও এমন হয়রানির শিকার হইনি।

এছাড়া ওই শিক্ষার্থী দেশটির পুলিশের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ প্রকাশ করেন। তার দাবি, স্থানীয় থানা প্রথমে তার অভিযোগ নিতে অস্বীকার করেছিল।

পরে এফআইআর থেকে ‘হুমকি’ শব্দ বাদ দেওয়ার শর্তে অভিযোগ গ্রহণে রাজি হয় পুলিশ। তবে পরের দিন অবশ্য পুলিশ পূর্ণাঙ্গ অভিযোগ গ্রহণ করেছিল বলে তিনি জানিয়েছেন।

এর আগে ভারতের বিহারে ‘পাকিস্তানে যা’ বলেই এক মুসলিম যুবককে গুলি করা হয়। কেবল সংখ্যালঘু হওয়ার কারণেই তাকে গুলি করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র: এই সময়

এমপিওভুক্ত হচ্ছেন ২৬৮৪ জন, কোন অঞ্চলে কত?
  • ০৭ জানুয়ারি ২০২৬
জকসু নির্বাচনে ৮ কেন্দ্রের ফলাফল প্রকাশ, এগিয়ে যারা?
  • ০৭ জানুয়ারি ২০২৬
ভারত ছাড়তে ‘নারাজ’ আইসিসি, বিশ্বকাপ নিয়ে চাপের মুখে বিসিবি
  • ০৭ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ নিয়ে চূড়ান্ত কর্মশালার তারিখ জানাল …
  • ০৭ জানুয়ারি ২০২৬
জকসু নির্বাচনে এক কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে ছাত্রদল
  • ০৭ জানুয়ারি ২০২৬
সুন্দরবনে ঢাবি ইসলামের ইতিহাস বিভাগের চেয়ারম্যানের মৃত্যু
  • ০৭ জানুয়ারি ২০২৬