জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে ডিগ্রি ১ম বর্ষে ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধাতালিকা আগামীকাল ১৫ জানুয়ারি বিকাল ৪টায় প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ফলাফল একই দিন বিকাল ৪টা থেকে এসএমএসের মাধ্যমে এবং রাত ৯টা থেকে ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions এ পাওয়া যাবে। এসএমএসে ফল জানতে শিক্ষার্থীকে NU ATDG Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২য় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী যদি বর্তমানে স্নাতক (পাস), স্নাতক (সম্মান) অথবা স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত থাকেন, তাহলে তাকে অবশ্যই ২০ জানুয়ারির মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে তার ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এছাড়া এ ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না।
২য় রিলিজ স্লিপে নির্বাচিত শিক্ষার্থীরা ১৫ জানুয়ারি থেকে ২২ জানুয়ারির মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে পারবেন। ভর্তি ফরম ও রেজিস্ট্রেশন ফি বাবদ শিক্ষার্থীপ্রতি ৭২০ টাকা আবেদনকৃত কলেজে ১৭ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে।
কলেজ কর্তৃপক্ষ ১৭ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি তারিখের মধ্যে শিক্ষার্থীদের তথ্য ও ছবি যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করবে। পরে কলেজের মাধ্যমে শিক্ষার্থীপ্রতি ৭২০ টাকা হারে রেজিস্ট্রেশন ফি ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে সোনালী ব্যাংকের নির্ধারিত শাখায় জমা দেওয়া হবে।
এছাড়া ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্সভিত্তিক পত্র কোড এন্ট্রি দিতে হবে ২৭ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। নির্ধারিত সময়ের মধ্যে পত্র কোড এন্ট্রি না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে জানা যাবে।