ইসকন নিষিদ্ধের দাবিতে শের-ই-বাংলা মেডিকেলে বিক্ষোভ

২৫ অক্টোবর ২০২৫, ০৬:৩৬ PM
বিক্ষোভকালে শেবাচিম শিক্ষার্থীরা

বিক্ষোভকালে শেবাচিম শিক্ষার্থীরা © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ইমাম অপহরণের সাথী জড়িতদের শাস্তিসহ হিন্দুত্ববাদী আগ্রাসন বন্ধ ও দেশবিরোধী অব্যাহত ষড়যন্ত্রের দায়ে ধর্মীয় সংগঠন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইসকন) নিষিদ্ধের দাবি জানিয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) শিক্ষার্থীরা। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে জুমার নামাজের পর এক বিক্ষোভ মিছিল থেকে এই দাবি জানান তারা। একই সাথে গতবছর চট্টগ্রামে ইসকন সদস্যদের হাতে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা এবং সম্প্রতি গাজীপুরে শিশু আশামনির ধর্ষকদের শাস্তির দাবিও জানিয়েছেন তারা।

কলেজের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি ছাত্র হোস্টেল প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের ‘ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী’, ‘জঙ্গিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ব্যান ব্যান, ইসকন’, ‘বখতিয়ারের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘বদর ওহুদের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

সমাবেশে শেবাচিম ৫৩তম ব্যাচের শিক্ষার্থী এহতেশামুল হক নাবিল বলেন, গত বছর সন্ত্রাসী সংগঠন ইসকনের লোকেরা চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে দিনে-দুপুরে প্রকাশ্যে হত্যা করে। তার সুষ্ঠু বিচার আমরা পাইনি। আশামনির ধর্ষণের বিচার আমরা দেখিনি। গাজীপুরে ইমাম মুহিব্বুল্লাহকে অপহরণের বিচার আমরা দেখিনি৷ বুয়েটে আবরার ফাহাদকে হত্যাকারী ছিলো ইসকন সদস্য অমিত সাহা।

তিনি বলেন, বুয়েটসহ দেশের অন্যান্য ভার্সিটির শিক্ষার্থীদের একটা গ্যাং রয়েছে, যাদের একটা টার্গেটেড কাজ মুসলিম নারীদের ধর্ষণ করা। এ গ্রুপের বুয়েট সদস্য শ্রীশান্তের বিচারকাজে পুলিশ প্রথমদিকে বাধা প্রদান করে। এত কিছুর পরও এ দেশে ইসকনকে নিষিদ্ধ না করায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে হুশিয়ার করছি, এসব কিছুর প্রতিক্রিয়ায় যদি খারাপ কিছু ঘটে তাহলে এর দায়ভার এ দেশের ধর্মপ্রিয় মুসলমানরা নিবে না। এ দায় সরকারকেই নিতে হবে।

এহতেশামুল হক নাবিল আরও বলেন, আমরা চাই এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে বসবাস করি। সবাইকে নিয়ে এ দেশ গড়ি। কিন্তু এ দেশে কোনো উগ্রবাদীর জায়গা হবে না। এ দেশের তৌহিদী জনতাকে আমরা সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানাই।

সংক্ষিপ্ত সমাবেশে ৫৪তম ব্যাচের শিক্ষার্থী মুনাজ বলেন, ইসকন এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যহত রেখেছে। এদের সব অপকর্মের শাস্তিসহ দ্রুত ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।

লুটের অস্ত্র হয়তো খাল-বিলে ফেলছে, তাই উদ্ধার হচ্ছে না: স্বর…
  • ১৮ জানুয়ারি ২০২৬
বিপিএলে দেখা যেতে পারে কেইন উইলিয়ামসনকে
  • ১৮ জানুয়ারি ২০২৬
রুমিন ফারহানাকে শোকজ
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইজিবাইককে চাপা দিয়ে খাদে পড়ল বাস, নিহত ৬
  • ১৮ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ’ ভোট দিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে
  • ১৮ জানুয়ারি ২০২৬
টুঙ্গিপাড়ায় ইউপি সদস্য ও যুবলীগ নেতা গ্রেপ্তার
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9