সংগীতশিল্পী লুমিনের মিউজিক্যাল ফিল্ম ‘ফিরে এসো’ এর গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠিত

১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ PM , আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৯ PM
বৃহস্পতিবার সংগীতশিল্পী লুমিনের মিউজিক্যাল ফিল্ম ‘ফিরে এসো’ এর গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়

বৃহস্পতিবার সংগীতশিল্পী লুমিনের মিউজিক্যাল ফিল্ম ‘ফিরে এসো’ এর গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয় © সংগৃহীত

রাজধানীর একটি হোটেলে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সংগীতশিল্পী (ফিডব্যাক ব্যান্ড স্টার) লুমিনের মিউজিক্যাল ফিল্ম ‘ফিরে এসো’ এর গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। স্টুডিও আরাম কেদারার প্রযোজনায় নির্মিত এই মিউজিক্যাল ফিল্মের স্ট্রিমিং পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলোর চরকি মিউজিক।

বৃহষ্পতিবার (১১ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি, গণমাধ্যম প্রতিনিধি, চিকিৎসা ও শিক্ষাজগতের প্রথিতযশা ব্যক্তি ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

প্রিমিয়ার অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, বাংলা সংগীতচর্চায় নতুন মাত্রা যোগ করতে এবং তরুণ প্রজন্মকে দেশীয় সুস্থ বিনোদনে অনুপ্রাণিত করতেই এ বিশেষ আয়োজন।

সংগীতশিল্পী লুমিন বলেন, আমি কানাডা প্রবাসী হলেও দেশের টানে এই মিউজিক্যাল ফিল্মটি আয়োজন করেছি। এ আয়োজনটি সম্ভব হয়েছে আমার বন্ধু এবং মিডিয়ার প্রিয় মানুষ ডা. আশীষের জন্য। আমি আগত সকল সংগীত বোদ্ধা, সম্মানিত অতিথি ও গণমাধ্যম ব্যক্তিদের শুভেচ্ছা জানাচ্ছি আমার এই উদ্যোগকে সফল করার জন্য ।

প্রথম আলোর চিফ ডিজিটাল অফিসার ও চরকির ঊর্ধ্বতন কর্মকর্তা জাবেদ সুলতান পিয়াস বলেন- চরকি মানসম্মত কনটেন্ট নিয়ে কাজ করে। ব্যান্ড স্টার লুমিনের কাজটি আমাদের কাছে এজন্য গুরুত্ব পেয়েছে। আশা করছি এই ব্যতিক্রমী মিউজিক্যাল ফিল্মটি সবার ভালো লাগবে। চরকিতে এই কনটেন্টটি বৃহৎ আকারে প্রকাশ পাবে। 

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের মহাব্যবস্থাপক ও ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের কর্মকর্তারা, হেড অফ করপোরেট নীতা চক্রবর্তী এবং মিউজিক্যাল ফিল্মের পরিচালক রাজিবুল হোসেন।

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন সংগীত পরিচালক ফুয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, বাপ্পা মজুমদার, বামবা সভাপতি হামিন আহমেদ, রবীন্দ্র সংগীতশিল্পী ড. অনিমা রায়, ওয়ারফেজ ব্যান্ডের অন্যতম শিল্পী মিজান এবং যুগ্ম সচিব হায়াত উদ দোলা খান। 

অনুষ্ঠান শেষে শিল্পী লুমিনকে হাসপাতালের পক্ষ থেকে ক্রেস্ট, ফ্রি মাস্টার হেলথ চেকআপ ও উপহার সামগ্রী প্রদান করা হয়। 

উপস্থাপিকা নাহিদা আফরোজ সুমি পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ১৫, আবেদন শুরু ১২ জ…
  • ১১ জানুয়ারি ২০২৬
পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় কেজিতে বেড়েছে ২০ টাকা
  • ১১ জানুয়ারি ২০২৬
এস আলমের ৪০০ শতাংশের বেশি জমি জব্দের আদেশ
  • ১১ জানুয়ারি ২০২৬
শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে বিপ্লব
  • ১১ জানুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ‘আয়োজন করতে চায়’…
  • ১১ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে গভর্নরের বক্তব্যে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9