শাহাবাগে পুলিশের অবস্থান © সংগৃহীত
রাজধানীর শাহবাগে হঠাৎ পুলিশের বিশেষ রণসাজ দেখা গেছে। পুলিশের দাবি, সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা শাহবাগমুখী হওয়ায় এ পূর্বপ্রস্তুতি নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরের পর শাহবাগে পুলিশের এমন রণসাজ দেখা গেছে।
পুলিশের এক কর্মকর্তা জানান, ‘শিক্ষার্থীরা শাহবাগের দিকে আসছে, তাই আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছি।’
মূলত স্বাস্থ্য মন্ত্রণালয়ের (নিয়োগ যোগ্যতা সংক্রান্ত) চিঠি বাতিল ও বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা অর্ডিন্যান্স জারি এবং কাউন্সিল গঠনের দাবিতে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থী এ আন্দোলন চালিয়ে আসছে।
আরও পড়ুন: মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষকের মৃত্যু
এদিকে বাংলাদেশ ইউনানী-আয়ুর্বেদিক শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন ব্যাক্ত করে প্রতিষ্ঠানটির শিক্ষক ড. নাজমুল হুদা বলেন, শিক্ষার্থীরা সকাল থেকে প্রেসক্লাবে অবস্থান করছে। প্রায় ৪৫ দিন হয়ে গেলেও আমাদের দাবি এখনো মানা হয়নি।’ তারা শাহবাগের দিকে যেতে পারে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মূল দাবি—বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন ২০২৫ দ্রুত বাস্তবায়ন।
শিক্ষার্থীদের প্রশ্ন, হোমিওপ্যাথি আইন পাস হলেও ৩৫ বছরে কেন ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা ও শিক্ষা আইন হলো না?
তারা জানায়, আইন কাউন্সিল ব্যতীত তারা আন্দোলন বন্ধ করবেন না, ক্লাসে ফিরে যাবেন না।
এর আগে গত ৭ জুলাই একই দাবিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সামনে বিক্ষোভ করেন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, অল্টারনেটিভ মেডিকেল কেয়ারের অধীনে হোমিওপ্যাথি, ইউনানি ও আয়ুর্বেদিক বিভাগ ছিল। ২০২৩ সালের সেপ্টেম্বরে হোমিওপ্যাথি আইন পাস হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আটকে যায় ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা ও শিক্ষা আইন।
তাদের সঙ্গে কেন এই বৈষম্য করা হয়েছে তা অজানা উল্লেখ করে শিক্ষার্থীরা অবিলম্বে ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা ও শিক্ষা আইন করার আহ্বান জানান।