সৈয়দ নজরুল মেডিকেল হাসপাতালে ব্যবহার হচ্ছে মুজিব শতবর্ষের লোগো

ভারপ্রাপ্ত পরিচালকের নেতৃত্বে আওয়ামী সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ

০৪ মার্চ ২০২৫, ০৮:১৬ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
চিকিৎসাপত্রে মুজিববর্ষের লোগো

চিকিৎসাপত্রে মুজিববর্ষের লোগো © টিডিসি ফটো

হাসিনা পতনের সাত মাস পেরিয়ে গেলেও কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর চিকিৎসাপত্র, রোগী ভর্তির টিকিটসহ দাপ্তরিক বিভিন্ন কাগজে মুজিব শতবর্ষের লোগো ব্যবহার করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ এই ‘মুজিবপ্রীতি’ থেকে বের হতে না পারায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

আজ মঙ্গলবার (৪ মার্চ) সকালে সরেজমিনে হাসপাতালের আউটডোরে গিয়ে শত শত রোগীর হাতে মুজিব শতবর্ষের লোগো সম্বলিত ব্যবস্থাপত্র দেখা যায়।

গতকাল সোমবার (৩ মার্চ) হাসপাতালটির স্বাক্ষরিত মুজিব শতবর্ষের লোগো সংবলিত আউটডোর চিকিৎসাপত্রের একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কিশোরগঞ্জজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এছাড়াও হাসপাতালে ভর্তি রোগীর টিকিটেও এ লোগো দেখা যায়। বিষয়টি নিয়ে ক্ষোভ দেখা দেয় আন্দোলনকারী ছাত্রদের মধ্যেও।

অভিযোগ রয়েছে, ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলেও পুরোনো সিন্ডিকেটের নিয়ন্ত্রণেই চলছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতাল। 

কিশোরগঞ্জের এই প্রতিষ্ঠানটিতে ভারপ্রাপ্ত পরিচালক হেলিশ রঞ্জন সরকারের নেতৃত্বে এখনও প্রভাব ধরে রেখেছেন আওয়ামী লীগের দোসররা। যে কারণে শেখ মুজিবের লোগো ব্যবহারের বাধ্যবাধকতার সময় শেষ (২০২২ সালের ৩১ মার্চ) হলেও এবং শেখ হাসিনা সরকার পতনের সাত মাস পেরিয়ে গেলেও লোগোর ব্যবহার বন্ধ করেনি হাসপাতালটি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন বলেন, ‘স্বৈরাচার পালিয়ে গেলেও এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের লোকজন রয়ে গেছে। সৈয়দ নজরুল মেডিকেল এর মধ্যে অন্যতম। এই হাসপাতালে এখনো মুজিব বর্ষ পালন করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে সৈয়দ নজরুল মেডিকেল হাসপাতালসহ যত প্রতিষ্ঠানে মুজিববাদের লোগো রয়েছে তা পরিবর্তন করতে হবে।’

এ বিষয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হেলিশ  রঞ্জন সরকার  বলেন, ‘এই লোগো সম্বলিত কাগজপত্র বাতিলের বিষয়ে আমরা উপর থেকে কোনো নির্দেশনা পাইনি। উপরের নির্দেশ না আসা পর্যন্ত তো আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না। তাই এগুলোই ব্যবহার করা হচ্ছে। বাতিল করলে নতুন করে কাগজপত্র ছাপাতে হবে। এখন যেহেতু সমালোচনা হচ্ছে কী আর করব, বস্তা ভরে রেখে দিতে হবে।’

আবারও বাড়তে পারে শীতের দাপট
  • ১১ জানুয়ারি ২০২৬
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলা
  • ১১ জানুয়ারি ২০২৬
কুমিল্লা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬ দোকান
  • ১১ জানুয়ারি ২০২৬
ইরানে বিক্ষোভ দমনে ‘রেডলাইন’ ঘোষণা আইআরজিসি’র; স্বাধীনতা এন…
  • ১১ জানুয়ারি ২০২৬
শিক্ষক রোমান শুভর বিরুদ্ধে চাকসুর মামলা নেননি ওসি, দায় চাপা…
  • ১১ জানুয়ারি ২০২৬
বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9