সুপার স্পেশালাইজড হাসপাতালের ৫৪৪ পদের নিয়োগ বাতিল

সুপার স্পেশালাইজড হাসপাতাল
সুপার স্পেশালাইজড হাসপাতাল  © ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালের ৫৪৪ পদে প্রক্রিয়াধীন পুরো নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধ রাত সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ কার্যক্রমে অকল্পনীয় দুর্নীতি হয়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার তদন্ত হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে পুরো নিয়োগ বাতিল করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. শেখ ফরহাদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সিন্ডিকেট সভায় আমি ছিলাম না। তবে কোনো অনিয়মকে প্রশ্রয় দেবে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিয়োগ বাণিজ্য, স্বজন প্রীতি, টেন্ডারবাজি, এগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন বেশ কিছু তদন্ত কমিটি করেছে। এমনকি সেগুলোর তদন্ত রিপোর্ট একের পর এক আমাদের হাতে আসতে শুরু করেছে। এসবের ওপর নির্ভর করে আমাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত রয়েছে।  

জানা গেছে, ২০২৩ সালের ৩ জুলাই সুপার স্পেশালাইজড হাসপাতালের শূন্য পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই বিজ্ঞপ্তিতে ৫২ পদে ৫৪৪ জনকে নিয়োগ দেওয়ার কথা জানায় প্রতিষ্ঠানটি। 

পদগুলোর মধ্যে কনসালট্যান্ট পদে ৯৬ জন, মেডিকেল অফিসার (মেডিসিন, সার্জারি, গাইনি, অর্থোপেডিকস) পদে ৬০ জন, সিনিয়র স্টাফ নার্স পদে ২২৫ জনকে নিয়োগের কথা বলা হয়। এ ছাড়াও এই বিজ্ঞপ্তিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অতিরিক্ত পরিচালক (অর্থ), পরিচালক (আইটি), টেকনিশিয়ান, টেকনোলজিস্টসহ সবমিলিয়ে ৫৪৪ জনকে নিয়োগের কথা বলা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence