শের-ই-বাংলা মেডিকেল কলেজ কমপ্লিট শাটডাউন শিক্ষার্থীদের

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১১ PM
শের-ই-বাংলা মেডিকেল কলেজ কমপ্লিট শাটডাউন

শের-ই-বাংলা মেডিকেল কলেজ কমপ্লিট শাটডাউন © সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) দীর্ঘদিন ধরে চলমান শিক্ষক সংকট নিরসনের দাবিতে ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে তারা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, কলেজের বিভিন্ন বিভাগে অর্ধেকেরও বেশি শিক্ষকের পদ শূন্য। দীর্ঘদিন ধরে এই সংকট চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শিক্ষক না থাকায় পাঠদানসহ একাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।  

বিশেষ করে মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথলজি, ফিজিওলজি, সিসিইউ, গ্যাস্ট্রোএন্টারোলজি এবং ডেন্টাল ইউনিটের বেশিরভাগ বিভাগে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। ফলে শিক্ষার্থীরা যথাযথ শিক্ষা পাচ্ছেন না এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে।  

শিক্ষার্থীদের একাংশ জানান, বিষয়টি একাধিকবার কলেজ কর্তৃপক্ষকে জানানো হলেও সমাধান হয়নি। বাধ্য হয়েই তারা আন্দোলনে নেমেছেন।

৫৩তম ব্যাচের শিক্ষার্থী আজিমুল ইসলাম বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হলেও শিক্ষক সংকটের কারণে আমরা মারাত্মক সমস্যার মুখে পড়েছি। মানসম্পন্ন শিক্ষা না পেলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।

অন্য এক শিক্ষার্থী জানান, প্রশাসন বারবার আশ্বাস দিলেও সংকট কাটছে না। মেডিকেলের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে এত শিক্ষক শূন্যপদ থাকা মেনে নেওয়া যায় না।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডা. ফায়জুল বাশার বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আমরা বিষয়টি মন্ত্রণালয়ে জানিয়েছি। শিক্ষক সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা দ্রুত সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। তারা জানিয়েছেন, দাবি মানা না হলে তারা আরও বড় ধরনের কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

প্রেমের বিয়ে: যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে রাতভর মারধর, চ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারিতে কালক্ষেপণে শিক্ষার্…
  • ১৫ জানুয়ারি ২০২৬
রাবির সংগীত বিভাগে এম.পি.এ-তে বহিরাগত শিক্ষার্থী ভর্তির সুয…
  • ১৫ জানুয়ারি ২০২৬
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেলেন গোবিপ্রবির ৩২ শিক্ষ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধ: অভিবাসী স্থগিত হলেও আওতামুক্…
  • ১৫ জানুয়ারি ২০২৬
‎হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় হ্যান্ড গ্রেনেড উদ্ধার
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9