তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একজন

১৬ ডিসেম্বর ২০১৮, ১০:৩২ AM
বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া

একসাথে তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। বিএসএমএমইউ’র পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করছেন তিনি। গত ১১ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ডা. কনক কান্তি বড়ুয়াকে এ অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।

সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য সমাবর্তন অনুষ্ঠানে ভিজিটিং প্রফেসর হিসেবে স্বীকৃতিপত্র গ্রহণের জন্য ১৪ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর  অনুপস্থিত থাকবেন। তার অনুপস্থিতকালে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াকে উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে।

এদিকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিব ভারতের গুজরাটে ‘সেভেনথ ইন্টারন্যাশনাল ডেলিগেটস অ্যাসেম্বলি অ্যান্ড দ্য এইটথ ওয়ার্ল্ড আর্য়ুবেদি কংগ্রেস অ্যান্ড আরোগ্য ২০১৮’ অনুষ্ঠানে ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করছেন। ফলে ১৩ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত তিনি অনুপস্থিত থাকবেন। এ সময়ে বিএসএমএমইউ উপাচার্যকে উপাচার্যের দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়।

সনাতন ধর্মাবলম্বী-বিএনপি নেতাকর্মীসহ দুই শতাধিক লোকের জামায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
চাঁদপুরে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক গ্রেপ্তার
  • ২৪ জানুয়ারি ২০২৬
সন্ত্রাস-চাঁদাবাজ ছাড়া সবাইকে ১০ দলীয় জোটে আসার আহ্বান হান্…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
  • ২৪ জানুয়ারি ২০২৬
গণঅধিকার পরিষদের এক প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি
  • ২৪ জানুয়ারি ২০২৬