মহাখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নার্সিং শিক্ষার্থীরা

মহাখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নার্সিং শিক্ষার্থীরা
মহাখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নার্সিং শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

এক দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন নার্সিং এর শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার রাজধানীর মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে তারা অবস্থান নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায় তাদের এক দফা দাবি হলো নার্সিং অধিদপ্তরের মহাপরিচারকের পদত্যাগ। এছাড়াও সকল আমলাতান্ত্রিক জটিলতা এবং দূর্নীতিমুক্তভাবে নার্সিং সেক্টর পরিচালনা করারও দাবি জানান তারা।

এসময় নার্সিং এর এক শিক্ষার্থী বলেন, নার্সিং এর ডিরেক্টর জেনারেল আমাদের নার্সদের সাথে অনেক বাজে ব্যবহার করেছেন তাই তার বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠেই থাকবো। 

আরেকজন শিক্ষার্থী জানান, বদলি সংক্রান্ত বিষয়ে আমাদের কয়েকজন প্রতিনিধি তার সাথে কথা বলতে গেলে অনেক বাজে আচরণ করেন এবং কটুক্তি করেন। এছাড়াও আমরা চাই নার্সিং সেক্টরের বড় বড় পদ গুলোতে আমাদের নার্সিং থেকেই নিয়োগ দেওয়া হোক। বাইরের কারও পরিচালনায় পরিচালিত হতে চাচ্ছি না। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!