বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন ডা. আতিকুর

২৩ এপ্রিল ২০২৪, ০৭:০২ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১২ PM
অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান

অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মোঃ আতিকুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান কোষাধ্যক্ষ এবং রেসপিরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক। সোমবার (২২ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য এর অনুমোদনক্রমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮’ এর ১৫(১) ধারা অনুসারে অধ্যাপক ডা. মোঃ আতিকুর রহমান, কোষাধ্যক্ষ, বিসএমএমএমইউ ও অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন বিভাগ-কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) এর শূন্য পদে নিয়োগ করা হলো।

এতে আরও উল্লেখ করা হয়েছে, অধ্যাপক ডা. মোঃ আতিকুর রহমানকে বিএসএমএমইউ এর উপ-উপাচার্য পদে নিয়োগের লক্ষ্যে কোষাধ্যক্ষ পদ হতে অব্যাহতি প্রদান হলো। উপ-উপাচার্য হিসেবে তার নিযুক্তির মেয়াদ চার বছর হবে। তবে মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

তিনি এ পদে নিয়োগ পাওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে অধ্যাপক ডা. ছায়েফ উদ্দিন আহমেদ দায়িত্ব পালন করে আসছিলেন। ডা. মোঃ আতিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের ১৪তম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

রেসপিরেটরি মেডিসিন বিভাগের এ অধ্যাপকের গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জে। তিনি ১৯৬৯ সালের ১৫ মে জন্মগ্রহণ করেন। এরপর ১৯৯৪ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন তিনি। পরবর্তীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট থেকে বক্ষব্যাধিতে তিনি এমডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া ২০১৪ সালে তিনি আমেরিকান কলেজ অব চেস্ট ফিজিশিয়ান্স থেকে এফসিসিপি ডিগ্রি অর্জন করেন।

 
বিশ্বকাপে মিডল-অর্ডারেই খেলবেন হৃদয়, জানিয়েছেন লিটন
  • ১৮ জানুয়ারি ২০২৬
রামগঞ্জে বিএনপির এমপি প্রার্থী শাহাদাত সেলিমকে শোকজ 
  • ১৮ জানুয়ারি ২০২৬
পবিত্র শবে বরাত কবে?
  • ১৮ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচনসহ ৩ ইস্যুতে ইসি সচিবের সঙ্গে বৈঠকে ছাত্রদল
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় জামায়াতের প্রতিন…
  • ১৮ জানুয়ারি ২০২৬
সব পজিশনেই অবদান রাখার লক্ষ্য হৃদয়ের
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9