সরকারি মেডিকেলে ৭১টি আসন খালি, বেশি সাধারণে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
সরকারি মেডিকেল কলেজগুলোতে বিভিন্ন কোটায় এখন পর্যন্ত মোট ৭১টি আসন খালি রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আসন খালি রয়েছে সাধারণ শিক্ষার্থী কোটায়। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক মহিউদ্দিন মাতুব্বর জানান, খালি আসনের মধ্যে সবচেয়ে বেশি ৫৯টি সাধারণ শিক্ষার্থীদের, ৩টি মুক্তিযোদ্ধা কোটা এবং ৯টি উপজাতি কোটার। অপেক্ষমান শিক্ষার্থীদের তালিকা থেকে আসন পূরণ করা হবে।
এদিকে, মেডিকেলের প্রথম মাইগ্রেশনের তালিকা আজ বৃহস্পতিবার প্রকাশিত হবে। অধ্যাপক মহিউদ্দিন মাতুব্বর বলেন, ২৯ ফেব্রুয়ারি আমরা প্রথম মাইগ্রেশনের তালিকা প্রকাশ করবো। এর পাঁচ দিন পর দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হবে।
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেলের জন্য উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়। যা চলে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
গত ১১ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। সরকারি মেডিকেলে সুযোগপ্রাপ্তদের মধ্যে মেয়েরা এগিয়ে। এ বছর ৩ হাজার ৬৮ জন মেয়ে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাবেন। আর সরকারি মেডিকেলে চান্সপ্রাপ্ত ছেলের সংখ্যা ২ হাজার ৩১২ জন।