দ্বিতীয় মেয়াদে বিইউএইচএসর ভিসি হলেন অধ্যাপক ডা. ফরিদুল আলম

২৫ জুলাই ২০২৩, ০৯:০১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অধ্যাপক ডা. ফরিদুল আলম

অধ্যাপক ডা. ফরিদুল আলম © টিডিসি ছবি

দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস)-এর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. ফরিদুল আলম। সম্প্রতি রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির আচার্যের অনুমোদনক্রমে সরকার তাকে এই নিয়োগ দেয়া হয়েছে বলে আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তিনি দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় বিইউএইচএস পরিবারের সদস্যরা অধ্যাপক  ডা. ফরিদুল আলমকে অভিনন্দন জানিয়েছেন।

এর আগে ২০১৮ সালের ১৪ জুলাই দেশের স্বনামধন্য এই থাইরয়েড বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ প্রথম মেয়াদে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে যোগদান করেছিলেন। অধ্যাপক ডা. ফরিদুল আলম। বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেসের পরিচালক ও অধ্যাপক ছিলেন তিনি। ২০১৪ সালে ডা. ফরিদুল আলম বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সাইন্স হাসপাতালে পরিচালক হিসেবে যোগদান করেন। পরে তিনি বিইউএইচএসে রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন।

অধ্যাপক ডা. ফরিদুল আলম ১৯৫২ সালে ফরিদপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে এমবিবিএস এবং ২০০৩ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে ও চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। স্বাস্থ্য ও শিক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক  ডা. ফরিদুল আলম অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা নিয়ে…
  • ২১ জানুয়ারি ২০২৬
প্যাথলজি রিপোর্টে চিকিৎসকের একক স্বাক্ষরের সিদ্ধান্ত ৭২ ঘণ্…
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রায় এক তৃতীয়াংশ আসনে চ্যালেঞ্জের মুখে ধানের শীষ
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ: কোন জেলায় কতজন টিকলেন
  • ২১ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের ৪ দিনের সফরসূচি ঘোষণা
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগের জেলা ভিত্তিক ফল দেখুন এখানে
  • ২১ জানুয়ারি ২০২৬