ডিসিপিটিতে ব্যাচেলর অব সায়েন্স ইন ফিজিওথেরাপি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

২১ মার্চ ২০২৩, ০৮:৫৬ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
ডিসিপিটি

ডিসিপিটি © লোগো

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত চিকিৎসা অনুষদের অধীনে ৪ বছর একাডেমিক ও ১ বছর বাধ্যতামূলক ইন্টার্নশীপসহ মোট ৫ বছর মেয়াদী ব্যাচেলর অব সায়েন্স ইন ফিজিওথেরাপি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি (ডিসিপিটি)।

আবেদনের যোগ্যতা: জীববিজ্ঞান, পদার্থবিদ্যা ও রসায়ন সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৮.০০ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পৃথক পৃথক ভাবে জিপিএ ৩.৫০ থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই ২০১৯ অথবা ২০২০ সালে মাধ্যমিক/ সমমান পরীক্ষায় এবং ২০২১ অথবা ২০২২ সালে উচ্চ মাধ্যমিক / সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদনপত্র প্রক্রিয়া: শিক্ষার্থীরা নির্ধারিত আবেদনপত্র অফেরতযোগ্য ১,০০০/- (এক হাজার) টাকা জমা দিয়ে ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি (ডিসিপিটি), বাড়ি নং ১০৩৯, সড়ক নং -১৪/এ, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭ থেকে অফিস চলাকালীন সময়ে সংগ্রহ করা যাবে। অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগৃহীত আবেদনপত্র ই-মেইলের মাধ্যমে প্রেরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফরম সংগ্রহ করতে ক্লিক করুন এখানে

ই-মেইল: dcptoffice@gmail.com

ভর্তি পরীক্ষা পদ্ধতি: ক) মোট ২০০ নম্বরের মধ্যে ফলাফল প্রস্তুত করা হবে। এসএসসি এবং এইচএসসি এর ফলাফলের জন্য = ১০০ নম্বর, (এসএসসি = ৪০% এবং এইচএসসি=৬০%)। খ) লিখিত পরীক্ষা (এমসিকিউ পদ্ধতি) = ১০০ নম্বর। লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক মানবন্টন : পদার্থবিদ্যা = ২৫, রসায়নবিদ্যা = ২৫, জীববিদ্যা = ২৫, ইংরেজী = ১৫, সাধারণ জ্ঞান = ১০।

আবেদনের সময়মীমা: ২৫ মার্চ ২০২৩ থেকে ২০ মে ২০২৩ বিকাল ৫টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষা: ২৬ মে ২০২৩ইং (শুক্রবার সময়: সকাল ১০টা থেকে ১১টা)

স্থান: ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি (ডিসিপিটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ: ২৬ মে ২০২৩ বিকাল ৫টায়। 

আজ থেকে শুরু হলো নির্বাচনী প্রচারণা, মানতে হবে যেসব নির্দেশ…
  • ২২ জানুয়ারি ২০২৬
বাবা নিরাপত্তা প্রহরী, ঢাবিতে ভর্তির সুযোগ পাওয়া ইসরাত হতে …
  • ২২ জানুয়ারি ২০২৬
বিভিএসডব্লিউএ-বাকৃবির সভাপতি আতিক, সাধারণ সম্পাদক সিয়াম
  • ২২ জানুয়ারি ২০২৬
দাঁড়িপাল্লার প্রচারে বাধা: নারীর কান ছেঁড়ার অভিযোগ যুবদল নে…
  • ২২ জানুয়ারি ২০২৬
সিলেটে এম এ জি ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বা…
  • ২২ জানুয়ারি ২০২৬