ছাত্রলীগের নির্যাতনে দুই মেডিকেল শিক্ষার্থী আইসিইউতে

১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
নির্যাতনের শিকার দুই শিক্ষার্থী

নির্যাতনের শিকার দুই শিক্ষার্থী © সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রাবাসে ছাত্রলীগের নির্যাতনের শিকার দুই শিক্ষার্থীকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই দুই শিক্ষার্থীকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

এর আগে, চমেক ৬২ তম ব্যাচের চার শিক্ষার্থী এম এ রায়হান, মোবাশ্বির হোসেন শুভ্র, জাহিদ হোসাইন ওয়াকিল ও সাকিব হোসেনকে ছাত্র শিবির সন্দেহে রাতভর নির্যাতনের অভিযোগ ওঠে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। 

চমেক সূত্রে জানা গেছে, অভিযুক্ত  ইব্রাহিম সাকিব, অভিজিৎ দাশ, রিয়াজুল জয়, জাকির হোসেন সায়াল ও মাহিন আহমেদ শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী। ইতোপূর্বে তারা ছাত্রলীগের দুই পক্ষের মারামারির ঘটনায় কলেজ থেকে বহিষ্কৃত হয়েছিলেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান,  রাজনীতিতে যুক্ত শিক্ষার্থীদের নিয়ে হাসাহাসি করায় বুধবার রাত ১:৩০ এর দিকে৬২তম ব্যাচের চার শিক্ষার্থী এম এ রায়হান, মোবাশ্বির হোসেন শুভ্র, জাহিদ হোসাইন ওয়াকিল ও সাকিব হোসেনকে রিয়াজুল ইসলাম জয়ের 17A রুমে নিয়ে যাওয়া হয়। ওই রুমে সকাল পর্যন্ত তাদের নির্যাতন করা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানে তাদের ভর্তি  নেয়নি, প্রাথমিক চিকিৎসা দিয়ে হলে ফেরত পাঠানো হয়।

ওই শিক্ষার্থী আরও বলেন, এ বিষয়ে ভুক্তভোগীদের  চুপ থাকতে হুমকি দেয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের মাধ্যমে নির্যাতনের সংবাদ পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হলে পুলিশ আসে। সাকিব এবং ওয়াকিলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পুলিশ ও কলেজ প্রশাসন তাদের হাসপাতালে ভর্তি করায়। আর অপর দুই শিক্ষার্থীকে বাড়িতে পাঠানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত ইব্রাহিম সাকিবের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমার এক বন্ধু বাথরুমে পড়ে গিয়েছিল আমি শুধু তাকে ধরে হাসপাতালে নিয়ে গিয়েছি। কেনো নির্যাতনের অভিযোগ আনা হচ্ছে এ বিষয়ে আমার জানা নেই।’

অপর অভিযুক্ত মাহিন আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এছাড়া, জয়, সায়াল এবং অভিজিৎয়ের সাথে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, নির্যাতনের বিষয়টি আপনারা যেমন শুনেছেন আমিও তেমন শুনেছি। তবে যেসকল শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে তারা এমন কিছু বলছেন না। তারা বলছেন বাথরুমে পড়ে গিয়েছেন। এরপরও বিষয়টি একাডেমিক কাউন্সিলে তোলা হবে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার বলেন, অভিযোগ পেয়ে আমরা ছাত্রাবাসে নিয়মিত পুলিশের সাথে আরও পুলিশ মোতায়েন রেখেছি। নির্যাতনকারীদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি।

স্ত্রী তাসনিম জারা ও নিজেকে নিয়ে ছড়ানো লেখা ‘বিভ্রান্তিকর’ …
  • ১৫ জানুয়ারি ২০২৬
ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর 
  • ১৫ জানুয়ারি ২০২৬
‎খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে শোক বই
  • ১৫ জানুয়ারি ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার
  • ১৫ জানুয়ারি ২০২৬
জাবির তরুণ শিক্ষার্থীদের ৮ পরামর্শ দিলেন মিজানুর রহমান আজহা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
শাকসুর দাবিতে বিকালে স্মারকলিপি, সন্ধ্যায় ছাত্রদলসহ দুই ভিপ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9