তালা ভেঙে রাহমানিয়া মাদ্রাসায় প্রবেশ করল জেলা প্রশাসন ও পুলিশ

মোহাম্মদপুরের জামি'আ রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা
মোহাম্মদপুরের জামি'আ রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা  © ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জামি'আ রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার অবৈধ দখল মুক্ত করতে তালা ভেঙে মাদ্রাসায় প্রবেশ করেছে ঢাকা জেলা প্রশাসন। আজ সোমবার (১৯ জুলাই) ১২টার দিকে পুলিশের উপস্থিতে জেলা প্রশাসকের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা মাদ্রাসার ভেতরে প্রবেশ করেন।

মাদ্রাসাটির মুহতামিম মাওলানা মাহফুজুল হক সকাল পৌনে ৯টার দিকে উপস্থিত শিক্ষক-ছাত্রদের নিয়ে মাদ্রাসার মূলফটকে তালা দিয়ে বেরিয়ে যান। পরে মাদ্রাসার চাবি সরকার স্বীকৃত ইসলামি শিক্ষা বোর্ড আল হাইআতুল উলয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের কাছে বুঝিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। 

সূত্র জানায়, মাদ্রাসায় উচ্ছেদ অভিযানে খবর পেয়ে আগেই মাদ্রাসা ছেড়েছেন তারা। জেলা ম্যাজিস্ট্রেট আসার আগেই না সরলে তাদের মুখোমুখি হতে হতো মাওলানা মাহফুজুল হককে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তিনি আগেই মাদ্রাসা ছেড়েছেন। একই সঙ্গে আগেভাগে বেরিয়ে গিয়ে নিজেদের ‘ভিকটিম’ হিসেবে উপস্থাপন করারও কৌশল নিয়েছেন বলেও সংশ্লিষ্টরা বলছেন।

সরকার স্বীকৃত ইসলামি শিক্ষা বোর্ড আল হাইআতুল উলয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান রাহমানিয়া মাদ্রাসা সংক্রান্ত সরকারি বিষয়ে হস্তক্ষেপ করতে অসম্মতি জানিয়েছেন। মাদ্রাসাটি ওয়াকফ হওয়ায় আদালত ও ওয়াকফ প্রশাসনের সিদ্ধান্ত বাইরে কোনও কিছু করতে রাজি নন বলেও জানান তিনি।

সোমবার সকালে মাদ্রাসা থেকে ফেসবুক লাইভে আসেন মাওলানা মাহফুজুল হক। মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, বিভিন্নভাবে কথা আসছে- আমাদের এ প্রতিষ্ঠান ছাড়তে হবে, এ ভবন আমাদের ছাড়তে হবে। আমরা লক্ষ্য করছিলাম, কাছে নিয়মতান্ত্রিকভাবে কোনও নোটিশ আসেনি। আমাদের দেশের শীর্ষ আলেমরা এ বিষয়টি নিয়ে কোনও পরামর্শও করছেন না।

গত ২৯ জুন বাংলাদেশ ওয়াকফ প্রশাসন জামিআ রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মাদ্রাসা ওয়াকফ এস্টেট এর সম্পত্তি অনুমোদিত কমিটির কাছে বুঝিয়ে দিতে ঢাকা জেলা প্রশাসককে চিঠি দেয়। এদিকে মাদ্রাসাটির হস্তান্তরের গুঞ্জনে মাদ্রাসা এলাকায় উত্তেজনা বিরাজ করছে গত কয়েকদিন ধরেই।

 


সর্বশেষ সংবাদ