প্রেমে বাধা দেয়ায় মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

প্রতীকী
প্রতীকী  © সংগৃহীত

প্রেমে বাধা দেয়ায় দশম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্র আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফেনীর সোনাগাজী উপজেলায় এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে ফেনী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাকে বিকাল ৩টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহত মো. ছালাহ উদ্দিন (১৮) চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরসাভিকারী গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। তিনি কারামতিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এর আগে, গতকাল শুক্রবার (১৬ জুলাই) রাত ১০টায় পুলিশ তার নিজ বাড়ির বসত ঘরের শয়ন কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

পুলিশ জানান, ছালাহ উদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এর জের ধরে লুকিয়ে মোবাইলে ওই ছাত্রীর সঙ্গে কথা বলত সে। বিষয়টি ওই ছাত্রীর অভিভাবকদের নজরে এলে তারা বিষয়টি ছালাহ উদ্দিনের মাকে অবগত করেন।

পরে তার মা প্রেমের সম্পর্ক বিচ্ছেদ করতে তাকে বকাঝকা করেন। মায়ের বকুনি খেয়ে শুক্রবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে নিজের শয়নকক্ষে ঢুকে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ছালাহ উদ্দিন আত্মহত্যা করে।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যটা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


সর্বশেষ সংবাদ