মারধর © ফাইল ফটো
চট্টগ্রামের হাটহাজারী সদরের মারকাযুল ইসলামিক একাডেমি নামের হাফেজি মাদরাসায় এক ছাত্রকে বেধড়ক মারধরের ঘটনায় ওই শিক্ষক মাওলানা ইয়াহিয়ার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১১ মার্চ) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এই আদেশ দেন। আদেশে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার, ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের তা জানাতে বলা হয়েছে।
এছাড়াও ইয়াহিয়ার বিরুদ্ধে হওয়া মামলা কোন পক্ষের চাপের কারণে প্রত্যাহার করেছে কিনা তাও জানাতে বলা হয়েছে।
এদিন ছাত্রকে বেধড়ক মারধরের ঘটনায় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
আরও পড়ুন
শিক্ষার্থীকে মারধর করা সেই মাদ্রাসা শিক্ষক এবার গ্রেপ্তার
মাদরাসাছাত্রকে মারধরের ভিডিও ভাইরাল, শিক্ষক বহিষ্কার
‘যে রকম দেখা যাচ্ছে, অত জোরে মারছিলাম না’
মারধর করা শিক্ষকের শাস্তি চান না শিশুটির মা-বাবা