মাদ্রাসা শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০, ০৮:৫৩ AM , আপডেট: ০৪ নভেম্বর ২০২০, ০৮:৫৯ AM
মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ৩০ কর্মদিনের সংক্ষিপ্ত সিলেবাসে মূল্যায়ন নির্দেশনা এবং ছয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে, শিক্ষার্থীদের নোট-গাইড দেখে অ্যাসাইনমেন্ট করতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে মূল্যায়ন নির্দেশনা এবং অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে বলা হয়, নোট গাইড দেখে অ্যাসাইনমেন্ট করা হলে তা বাতিল করা হবে। এক্ষেত্রে আবারও সেই অ্যাসাইনমেন্ট করে জমা দিতে হবে। একই সঙ্গে, মূল্যায়নের রেকর্ড সংগ্রহ করতে বলা হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে।
বার্ষিক পরীক্ষা ছাড়াই সব ইবতেদায়ি ও দাখিল শিক্ষার্থী পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হচ্ছেন। অ্যাসাইনমেন্টের মাধ্যমে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে পরবর্তী শিক্ষাবর্ষে তাদের শিখন ফল অর্জনে পদক্ষেপ নিতে মাদ্রাসাগুলোকে বলা হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেয়া ও নেয়ার বিষয়টি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের অনুরোধ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সেই সঙ্গে মূল্যায়নের রেকর্ড সংগ্রহ করতে বলা হয়েছে। কোনো শিক্ষার্থী এ অ্যাসাইনমেন্ট করতে অর্থনৈতিক চাপের মুখে যেন না পড়ে, সে বিষয়েও নজর রাখতে বলা হয়েছে ডিসিদের।