শতভাগ জিপিএ-৫ নিয়ে শীর্ষস্থানে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসা

১১ জুন ২০২০, ০৯:০২ PM

© ফাইল ফটো

সদ্য প্রকাশিত দাখিল পরিক্ষায় এবারও শতভাগ জিপিএ-৫ নিয়ে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসা। ২০১৩ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে শতভাগ পাস নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি থেকে ২০১৯ সালের দাখিল পরীক্ষা বিজ্ঞান বিভাগ থেকে শতভাগ জিপিএ-৫ পেয়েছে শিক্ষার্থীরা। এবারে প্রতিষ্ঠানটির বিজ্ঞান বিভাগ থেকে ১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১১ জনই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এছাড়া মাদরাসাটি থেকে ২০২০ সালের দাখিল পরীক্ষায় মোট ২৩ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। বাকিরা এ গ্রেডসহ পাশ করেছে সবাই।

অর্জিত ফলাফলে সন্তুষ প্রকাশ করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন বলেন, বরাবরের ন্যয় এবারো শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের নিবিড় পর্যবেক্ষণ এবং অভিভাবকদের অনুপ্রেরণায় এমন সাফল্য ভয়ে এনেছে।

তিনি বলেন, জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠোনের তুলনায় এবারও আইডিয়াল আলিম মাদরাসা সেরা প্রতিষ্ঠান হিসেবে প্রমাণিত হয়েছে। শিক্ষার্থীদের এমন কৃতিত্বে মহান আল্লাহ রাববুল আলামীনের শুকরিয়া আদায় করি। এবং ছাত্র-ছাত্রী, শিক্ষক মন্ডলী, অভিভাবক, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দসহ এলাকাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বা…
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল
  • ২২ জানুয়ারি ২০২৬
রাজধানীতে স্কুলে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসির সঙ্গে কী কথা হয়েছিল বিসিবি সভাপতি বুলবুলের?
  • ২২ জানুয়ারি ২০২৬
বিড়ি খাওয়ার বক্তব্য দেওয়ায় জামায়াতের ২ কোটির মার্কেটিং হয়…
  • ২২ জানুয়ারি ২০২৬
হারের পর ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ সিলেট টাইটান্সের সাবেক উপদ…
  • ২২ জানুয়ারি ২০২৬