জাল স্বাক্ষর-ভুয়া নিয়োগ বোর্ড, তিন মাদ্রাসা সুপারসহ ৭ জনের এমপিও স্থগিত

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর  © টিডিসি সম্পাদিত

মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি জাল স্বাক্ষর এবং ভুয়া নিয়োগ বোর্ডের মাধ্যমে নিয়োগ দেওয়ায় তিন দাখিল মাদ্রাসার সুপারসহ ৭ জনের এমপিও স্থগিত করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একই সাথে স্থায়ীভাবে এমপিও বাতিল হবে না কেন জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে তাদের।

গত ১৬ নভেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অৰ্থ শাখা সহকারী পরিচালক এবং এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সদস্য সচিব মো. বুলবুল আহম্মেদ স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদের এসব তথ্য জানানো হয়। চিঠিতে আজ বুধবারের (১৯ নভেম্বর) মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্টসহ লিখিত জবাব দিতে বলা হয়েছে মাদ্রাসা সুপারকে।

এমপিও সাময়িক স্থগিত হওয়া ব্যক্তিরা হলেন ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ হাকিমিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. নুরুল ইসলাম, সহকারী গ্রন্থাগারিক হাসান ও সহকারী শিক্ষক (আইসিটি) আমিনুল ইসলাম, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বড়ঘাট গমির উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার আব্দুল আওয়াল ও সহকারী গ্রন্থাগারিক আক্তারুন নাহার এবং খুলনার কয়রা উপজেলার জয়পুর শিমলার আইট দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মো. শফিকুল ইসলাম ও সহকারী গ্রন্থাগারিক পদে মো. জিয়াউর রহমান।

মাদ্রাসা অধিদপ্তর সূত্রে জানা গেছে, চরফ্যাশনের আমিনাবাদ হাকিমিয়া দাখিল মাদ্রাসার সুপার নুরুল ইসলাম অধিদপ্তরের ডিজির প্রতিনিধির জাল পত্র তৈরি করে, ভুয়া নিয়োগ বোর্ড গঠন ও জাল ফলাফল শীট তৈরি করে হাসানকে সহকারী গ্রন্থাগারিক পদে ২০২১ সালের ২০ জানুয়ারি নিয়োগ দেন। এ ছাড়া চলতি বছরের ১৫ মার্চ  সহকারী শিক্ষক (আইসিটি) পদে নিয়োগ দেন আমিনুল ইসলামকে। পরে তিনি এমপিওভুক্তির জন্য আবেদন করলে তা অনুমোদন দেওয়া হয়। তবে পরবর্তীতে অভিযোগের পরিপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (সংশোধিত) এর ১৮.১ (গ) এবং (ঙ) অনুযায়ী এমপিও বাছাই ও অনুমোদন কমিটি সিদ্ধান্ত মোতাবেক হাসান ও আমিনুল ইসলামের বেতন ভাতা (এমপিও) সমায়িক স্থগিত করে। 

এদিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বড়ঘাট গমির উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার আব্দুল আওয়ালের বিরুদ্ধেও জাল চিঠি তৈরি করে সহকারী গ্রন্থাগারিক পদে আক্তারুন নাহারকে নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে। গত সেপ্টেম্বরে তাকে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে নতুন এমপিওভুক্তির জন্য আবেদন করা হলে তা অনুমোদন দেওয়া হয়। তবে অভিযোগের পরিপ্রেক্ষিতে আক্তারুন নাহারের এমপিও স্থগিত করা হয়েছে।

খুলনার জয়পুর শিমলার আইট দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মো. শফিকুল ইসলাম গত সেপ্টেম্বরে সহকারী গ্রন্থাগারিক পদে মো. জিয়াউর রহমানকে নিয়োগ দেন। এক্ষেত্রে ভুয়া নিয়োগ বোর্ড গঠন এবং জাল ফলাফল শীট তৈরি করেন তিনি। এমপিও অনুমোদনের পর অভিযোগের পরিপ্রেক্ষিতে জিয়াউর রহমানের এমপিও স্থগিত করা হয়।


সর্বশেষ সংবাদ