নতুন এমপিওভুক্তদের ইএফটিতে বেতন পেতে তথ্য দেওয়ার সময় জানাল মাউশি

মাউশি
মাউশি  © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত নতুন ১১ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসব শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে দেওয়া হবে। এজন্য প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য ইএফটিতে দিতে হবে। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে তথ্য দেওয়া যাবে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার-৫ মো: জহির উদ্দিন।

গতকাল বুধবার রাতে তিনি জানান, ‘স্কুল-কলেজে নভেম্বর-২৫ মাসে যে সকল শিক্ষক-কর্মচারী নতুনভাবে এমপিও হচ্ছেন, তাদের ইএফটির তথ্য আগামীকাল (বৃহস্পতিবার) থেকে অনলাইনে এন্ট্রি দেয়া যাবে। যথাসময়ে এমপিওর অর্থ পেতে দ্রুত ইএফটির তথ্য দিতে হবে।’

এর আগে গতকাল অনুষ্ঠিত মাউশির অক্টোবর মাসের এমপিও কমিটির সভায় ১১ হাজার ২২৮ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় পাওয়া তথ্য অনুযায়ী, এমপিওভুক্তদের মধ্যে বরিশাল অঞ্চলে ১,০৭৭ জন, চট্টগ্রামে ৫৫৯ জন, কুমিল্লায় ১,৪৪৫ জন, ঢাকায় ২৬০ জন, খুলনায় ২,১৭৭ জন, ময়মনসিংহে ১,২৩৭ জন, রাজশাহীতে ৬১২ জন, রংপুরে ১,২০৯ জন এবং সিলেট অঞ্চলে ৮৮৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

অন্যদিকে, কলেজ পর্যায়ে এমপিওভুক্ত হওয়া ১,৭৬৯ জনের মধ্যে বরিশাল অঞ্চলে ২০২ জন, চট্টগ্রামে ১০৫ জন, কুমিল্লায় ১৮১ জন, ঢাকায় ১২৩ জন, খুলনায় ২২৯ জন, ময়মনসিংহে ১২৫ জন, রাজশাহীতে ৪২৩ জন, রংপুরে ২৪০ জন এবং সিলেট অঞ্চলে ১৪১ জন রয়েছেন।


সর্বশেষ সংবাদ